মিরপুরেও ব্যর্থ টাইগারদের টপ অর্ডার
মিরপুরেও ব্যর্থ টাইগারদের টপ অর্ডার
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ভূগিয়েছে টপ অর্ডারের ব্যর্থতা। দুই ইনিংসেই ৫০ এর আগে হারিয়েছে চার উইকেট। সে ব্যর্থতার বৃত্ত ভাঙেনি ঢাকাতেও। এবার ৩১ রানেই সাজঘরে ফিরে গেছেন মাহমুদুল হাসান, মুমিনুল হক, সাদমান ইসলাম ও মুশফিকুর রহিম।
পাকিস্তানের ৩০০ রান ইনিংস ঘোষণার পর সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল অভিষিক্ত জয়কে। বাংলাদেশের ৯৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে খেলতে নেমেছিলেন জয়। ফিল্ডিংয়ে তার হাতে যায়নি কোনো ক্যাচ। ব্যাটিংয়ে নেমেও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে।
ইনিংসের তৃতীয় ওভারে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাত বলে শূন্য রানে আউট হয়েছেন জয়। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারটি পুরোটা মেইডেন খেলেন সাদমান। পরের ওভার থেকে স্পিন আক্রমণের দিকে আগায় পাকিস্তান। নৌমান আলির করা ইনিংসের দ্বিতীয় ওভারটি কাটিয়ে দিতে তেমন সমস্যা হয়নি জয়ের।
সাজিদ খানের করা পরের চতুর্থ বলে এক রান নিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেন সাদমান। কিন্তু পরের বলেই অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারি আউটসাইড এজ হয়ে প্রথম স্লিপে ধরা পড়েন অভিষিক্ত। ফলে রানের খাতা খোলার আগেই শেষ হয়ে যায় ২১ বছর বয়সী এ তরুণ অভিষেক ইনিংস।
এরপর থেকে দুই প্রান্তেই স্পিন দিয়ে বিরতির আগপর্যন্ত চালিয়ে নেয় পাকিস্তান। নৌমান-সাজিদের টার্ন ও বাউন্সে বারবার পরাস্ত হতে থাকেন সাদমান ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। তবু তুলনামূলক স্বচ্ছন্দ ছিলেন শান্ত। আলগা বলে বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন তিনি।
কিন্তু ইনিংসের নবম ওভারে সাজিদের লাফিয়ে ওঠা বলে স্কয়ার কাটের চেষ্টায় পয়েন্টে ধরা পড়েন সাদমান। তার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩ রান। এক ওভার পর মুমিনুল কাঁটা পড়েন রানআউটে। সরাসরি থ্রোয়ে এক রান করা মুমিনুলের বিদায়ঘণ্টা বাজান হাসান আলি।
চা পানের বিরতি পর সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিমও। সাজিদ আলীর বলে ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে দেন মিস্টার ডিপেন্ডেবল। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪৫-৪।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান