শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইনিংস ঘোষণা পাকিস্তানের, শূন্যতে ফিরলেন অভিষিক্ত জয়

স্পোর্টস ডেস্ক

১৪:৫০, ৭ ডিসেম্বর ২০২১

৫২৮

ইনিংস ঘোষণা পাকিস্তানের, শূন্যতে ফিরলেন অভিষিক্ত জয়

ফাওয়াদ আলমের অর্ধশতকের পরই ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। দেড় দিন বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যাটিং নামে পাকিস্তান। প্রায় দেড় ইনিংস খেলে ৪ উইকেট হারিয়ে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে বাবর আজমের দল। 

অর্ধশতক পেয়েছেন বাবর আজম, আজহার আলি, ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন তাইজুল ও এবাদত এবং খালেদ আহমেদ তুলে নিয়েছেন একটি করে উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইতোমধ্যে অভিষিক্ত মাহমুদুল হাসান জয়কে হারিয়েছে টাইগাররা। অভিষেক রাঙাতে পারেননি জয়, ফিরেছেন কোন রান না করেই।

এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয়। দেড় দিন পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়।

এর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিনে বৃষ্টির কারণে প্রথমে খেলা পিছিয়ে দেওয়া হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা বাতিল করা হয়। তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।

এদিকে এ বৃষ্টির কারণেই দ্বিতীয় দিনের খেলায় মাত্র ৩৮ বল মাঠে গড়িয়েছিল। রোববার (৪ ডিসেম্বর) হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে খেলা স্থগিত করার ঘোষণা করা হয়। 

চট্টগ্রাম টেস্ট হারার পর ঢাকা টেস্ট দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশের। অন্যদিকে ২-০ তে সিরিজ শেষ করার লক্ষ্য ছিল সফরকারী পাকিস্তানের। কিন্তু প্রথম দিনের অর্ধেক এবং দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও বৃষ্টির পেটে যায়। যার ফলে শঙ্কা জাগছে এ ম্যাচের ফলাফল নিয়ে।

২ উইকেটে ১৬১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল সফরকারী পাকিস্তান। ৬০ রান নিয়ে বাবর আজম ও ৩৬ রান নিয়ে আজহার আলি অপরাজিত ছিলেন। প্রথম দিনের খেলায়ও কয়েক দফায় হানা দিয়েছিল বৃষ্টি। ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল বৃষ্টির সম্ভাবনা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank