আবিদ-শফিককে ফেরালেন তাইজুল
আবিদ-শফিককে ফেরালেন তাইজুল
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ভূগিয়েছে আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের জুটি। ঢাকা টেস্টেও টাইগারদের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছিলেন এই দুই ওপেনার। তবে এ জুটি লম্বা হওয়ার আগেই ভাঙলেন ‘ত্রাণকর্তা’ তাইজুল ইসলাম।
চট্টগ্রামে দলের বোলার ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচের প্রথম ইনিংসে একাই সাত উইকেট নিয়ে দলকে লিডও এনে দিয়েছিলেন এ বাঁহাতি স্পিনার।
এবার তার হাত ধরেই এলো ঢাকা টেস্টের প্রথম সাফল্য। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিককে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন তাইজুল। আউট হওয়ার আগে ৫০ বল খেলে ২৫ রান করেছেন শফিক।
সিরিজের প্রথম ম্যাচে জোড়া সেঞ্চুরি জুটি গড়েছিলেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। এবার তাদের জুটি ভেঙেছে ৫৯ রানে। তাইজুলের বলে পুরোপুরি বোকা বনে গিয়ে বোল্ড হয়ে গেছেন আগের ম্যাচে জোড়া ফিফটি করা শফিক।
পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায় ৭০ রানে। তাইজুলের বলে কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন আবিদ আলী। তার ব্যাট থেকে আসে ৩৯ রান।
উইকেটের সম্ভাবনা জেগেছিল সাকিবের করা ১৬তম ওভারেও। টার্ন করে বাইরে বেরিয়ে যাবে ভেবেছিলেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। কিন্তু নিখুঁত আর্মার সোজা ঢুকে যায় ভেতরে, আঘাত হানে শফিকের প্যাডে। কিন্তু সাকিবের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দেননি।
অধিনায়ক মুমিনুল হককে রাজি করাতে এক সেকেন্ডও লাগেনি সাকিবের, সঙ্গে সঙ্গে নিয়ে নেন রিভিউ। থার্ড আম্পায়ারের রিপ্লে'তে দেখা যায় একদম অফস্ট্যাম্প ঘেঁষে চলে যাচ্ছে বলটি। ফলে অল্পের জন্য বেঁচে যান ডানহাতি শফিক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ৭০ রান।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান