শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইগারদের বিষাদের দিন, জয়ের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

১৭:০৭, ২৯ নভেম্বর ২০২১

৪৮৪

টাইগারদের বিষাদের দিন, জয়ের পথে পাকিস্তান

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনের শুরুতেই এগিয়ে ছিলো পাকিস্তানই। তবে লিটন দাসের লড়াকু ফিফটি বাংলাদেশকে এনে নেয় লড়াই করার পুঁজি। কিন্তু পাকিস্তানের কোন ব্যাটসম্যানকে আউট করতে পারেননি তাইজুলরা। ফলে শেষদিনে অসাধারণ কিছু করতে না পারলে জয়ের মুখ দেখবে পাকিস্তানই। 

২০০৩ সালে মুলতান টেস্টের খুব কাছে গিয়েছিল বাংলাদেশ। তবে ১ উইকেটের হারে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এরপর দীর্ঘ আক্ষেপ। পাকিস্তানের বিপক্ষে ১১ টেস্ট খেললেও জয়ের স্বাদ পাওয়া হয়নি। ঘরের মাঠে এবার খুব ভালো সুযোগ ছিল, তবে সেই সুযোগে ভাঙন ধরেছে। 

পাঁচদিনের ম্যাচে বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে বেশ ভালো অবস্থানে আছে তারা। ১০৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। হাতে ১০ উইকেট নিয়ে জয়ের জন্য তাদের প্রয়োজন আর ৯৩ রান। আবিদ আলী ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে অপরাজিত আছেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৩০ রান করে বাংলাদেশ দল। পরে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৮৬ রানে আটকে দেয় টাইগাররা। এতে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। সব মিলিয়ে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ২০২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে পাকিস্তান। দুই ওপেনার আবিদ-শফিক কোনো ঝুঁকি না নিয়ে বলের মান বিচার করে খেলছেন। সাবধানী ব্যাটিংয়ে বাউন্ডারির পাশাপাশি বের করে নিচ্ছেন রান। চা বিরতির আগে ১২ ওভারে টানা ৬ ওভারের স্পেল করেও প্রতিপক্ষ শিবিরে ভয় ধরানোর মতো কিছু করতে পারেননি প্রথম ইনিংসের সফল বোলার তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেনরাও এখনো সফলতার দেখা পাননি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank