তাইজুলের ৫ উইকেট, লিডের আশা বাংলাদেশের
তাইজুলের ৫ উইকেট, লিডের আশা বাংলাদেশের
দ্বিতীয় দিন শেষে বোলিং লাইনআপ নিয়ে কম কথা শুনতে হয়নি টাইগারদের। তৃতীয় দিনের প্রথম ওভার থেকেই সেগুলো ফিরিয়ে দিয়ে যাচ্ছেন তাইজুল-এবাদতরা। একের পর এক উইকেট তুলে নিয়ে দলকে লিডের স্বপ্নও দেখাচ্ছেন তারা।
প্রদিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের করা ৩৩০ রান থেকে ৯৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। টাইগারদের হয়ে ৫ উইকেট তুলেছেন তাইজুল ইসলাম। আর একটি করে নেন মেহেদি মিরাজ ও এবাদত হোসেন।
দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এবাদত। ২০৭ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।
এরপর আবিদ আলীকে ফিরিয়ে দলকে বড় স্বপ্ন দেখানো শুরু করেন তাইজুল। দ্বিতীয় সেশনে প্রথমবারের মতো আক্রমণে এসে চতুর্থ বলেই আবিদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তাইজুল। যার ফলে ৬ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।
তাইজুলের ওভারের দ্বিতীয় বলে সামনে এগিয়ে খেলতে গিয়েছিলেন আবিদ। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল যাচ্ছিল স্কয়ার লেগের দিকে। দারুণ ক্ষিপ্রতায় সেটি নিজের আয়ত্বে নিয়েছিলেন শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি। কিন্তু শেষ পর্যন্ত হাতে রাখতে পারেননি।
তবে এক বল পর ভেতরে ঢোকা ডেলিভারিতে পরাস্ত হন পাকিস্তানের সেঞ্চুরিয়ান। তাইজুলের জোরালো আবেদনে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি আবিদ। সাজঘরে ফিরতে হয়েছে ১৩৩ রান করে। এর আগে ১১৩ রানের মাথায় প্রথম স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
তারপর মাঠে নেমেই মারমুখি ব্যাটিং করতে থাকেন হাসান আলী। দ্রুত রান তুলতে ডাউন দ্য উইকেটে যান এই ব্যাটসম্যান। কিন্তু ব্যাটকে পরাস্ত করেন বল যায় উইকেটরক্ষকের হাতে। মুহুর্তেই স্ট্যাম্প ভেঙে দেন লিটন।
সে সাথে পঞ্চম উইকেট শিকার হয় তাইজুলের। তার আগে আব্দুল্লাহ শফিক, আজহার আলী ও ফাওয়াদ আলমও ছিলেন তার শিকার।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান