শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাইন্টিতে সবচেয়ে বেশি নার্ভাস মুশফিক

স্পোর্টস ডেস্ক

১৭:১৫, ২৭ নভেম্বর ২০২১

৫৪৫

নাইন্টিতে সবচেয়ে বেশি নার্ভাস মুশফিক

নাইন্টিতে সবচেয়ে বেশি নার্ভাস মুশফিক
নাইন্টিতে সবচেয়ে বেশি নার্ভাস মুশফিক

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে নাভার্স নাইন্টিতে আউট হওয়া সবচেয়ে বেশি ইনিংস এখন মুশফিকুর রহিমের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বমোট আটবার নাভার্স নাইন্টিতে আউট হয়েছেন মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানে আউট হন মুশফিক। এই নিয়ে টেস্টে চারবার নাভার্স নাইন্টিতে থামলেন মুশি। ওয়ান ডে তেও সর্বোচ্চ চারবার নাভার্স নাইন্টিতে থামার রেকর্ড মুশফিকের দখলে।

মুশফিকের মত টেস্টের ক্ষেত্রে সর্বোচ্চ চারবার নাভার্স নাইন্টিতে থেমেছেন সাকিব। আর তিন ফরম্যাট মিলিয়ে সাতবার নাভার্স নাইন্টিতে থামেন সাকিব। এতে মুশফিকের পরেই আছেন সাকিব।

মুশফিক-সাকিবের পর আছেন তামিম ইকবাল। টেস্টে তিনবার, আর তিন ফরম্যাট মিলিয়ে সর্বমোট ৬ বার নাভার্স নাইন্টিতে আউট হয়েছেন দলের এই ওপেনার।

টেস্টে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি নাভার্স-নাইন্টিতে থেমেছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ-ভারতের রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার। তিনজনই দশ বার করে নাভার্স নাইন্টিতে থামেন।

আর তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি নাভার্স-নাইন্টিতে টেন্ডুলকারের দখলে। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ২৮ বার নাভার্স-নাইন্টিতে থেমেছেন টেন্ডুলকার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank