চট্টগ্রাম টেস্টে পাওয়া যাচ্ছে না সাকিবকে
চট্টগ্রাম টেস্টে পাওয়া যাচ্ছে না সাকিবকে
ফিট থাকলে সাকিব আল হাসান দলের কত বড় সম্পদ তা সবার জানা। তাই ফিট হওয়া নিয়ে নিশ্চয়তা না থাকলেও দলে রাখা হয়েছিল এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তবে পরীক্ষায় দেখা গেছে সাকিব সম্পূর্ণ সুস্থ নন। তাই চট্টগ্রাম টেস্টে তাকে ছাড়াই নামতে হবে মুমিনুল হকদের।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দলীয় সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে।
বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন সাকিব। ফলে বিশ্বকাপ শেষ না করেই দল ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন তিনি।
টেস্ট খেলতে সোমবার (২২ নভেম্বর) দেশে আসেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। ঢাকা টেস্টেও তার খেলা নিয়ে সংশয় আছে। তারপর নিউজিল্যান্ড সফর থেকে সাকিব নিজেই ছুটি চেয়েছেন।
ইতোমধ্যে পাকিস্তান ও বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা চট্টগ্রাম পৌঁছেছেন। স্কোয়াডে না থাকলেও দলের সাথে চট্টগ্রামে গেছেন চোটাক্রান্ত পেসার শরিফুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে ২৬ নভেম্বর। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৪ ডিসেম্বর থেকে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান