শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছেলের অসুস্থতায় দুবাই ফিরছেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক

১৩:০৮, ২২ নভেম্বর ২০২১

৪৫৭

ছেলের অসুস্থতায় দুবাই ফিরছেন শোয়েব মালিক

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তবে সোমবার (২২ নভেম্বর) শেষ ম্যাচে নামার আগে দুঃসংবাদ পাক শিবিরে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে জানা গেছে, একমাত্র সন্তানের অসুস্থতার কারণে শেষ ম্যাচে খেলা হচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। ম্যাচের আগেই ঢাকা ছাড়বেন তিনি।

শোয়েব মালিক ও তার স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ৯ বছরের সংসারে ২০১৮ সালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান ইজহানের। এবার তার অসুস্থতার খবরেই ছুটে যাচ্ছেন বাবা শোয়েব মালিক। 

বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন ‘বুড়ো’ শোয়েব মালিক। ম্যাচ উইনিং ইনিংসও ছিল তার। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তেমন কিছু করতে পারেননি। 

বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। যেখানে নেই শোয়েব মালিক। শেষ ম্যাচ না খেলেই শোয়েব আজ ফেরার পর দলটির টি-টোয়েন্টির খেলোয়াড়রা মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ছাড়বে।

এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তানের ২০ সদস্যের টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, আবিদ আলী, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ নেওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, জাহিদ মাহমুদ এবং শাহিন শাহ আফ্রিদি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank