শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়ান আর্চারিতে সোনার স্বপ্নপূরণ হলো না

স্পোর্টস ডেস্ক

১৬:১৭, ১৯ নভেম্বর ২০২১

৬০৭

এশিয়ান আর্চারিতে সোনার স্বপ্নপূরণ হলো না

দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টির আশায় ছিলেন আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকি। ফাইনালে উঠে স্বপ্ন দেখছিলেন আর্চারিতে দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয়ের। তাদের সাথে স্বপ্ন দেখছিলেন দেশের আর্চারিপ্রেমিরাও। কেননা এশিয়ান আরচারি  চ্যাম্পিনশীপে প্রথমবারের মত ফাইনালে উঠেছে বাংলাদেশ। 

কিন্তু শেষ পর্যন্ত অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়ার কাছে হেরে আর স্বর্ণ পরশ পাওয়া হয়নি বাংলাদেশের। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপের সমাপনী দিনের তৃতীয় ইভেন্ট  রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ১-৫ সেটে হেরে গেছেন কোরিয়ার রিও সু জাং- লী সিউংইউন জুটির কাছে।  

এর আগে গত মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশের  রুবেল- দিয়া জুটি ৫/৪ সেট পয়েন্টে  ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে  হারিয়ে ফাইনালে ওঠে। 
ইতিহাস গড়ার আগে আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশের দুই আরচারই। 

শিষ্যরা স্বর্ন জয় করতে না পারলেও অখুশি নন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ। দীর্ঘ দিন  দলের সাথে  কাজ করা মার্টিন বলেন, ‘আমি ওদের পারফরম্যান্সে খুশি। ওরা সবাই ভালো খেলেছে। এখানে আমরা হয়তো সোনা জিততে পারিনি। কিন্তু আমরা তো রূপা জিতেছি।’

প্রথম দুই সেট পিছিয়ে পড়ে শুধু শেষ সেট প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার আর্চাররা অভিজ্ঞতার কাছেই এগিয়ে ছিল বলে মত কোচের, ‘এটা আসলে ফাইনালের মঞ্চ। এখানে পারফর্ম করতে  আরও সময় লাগবে ওদের। তবে শেষ সেট কিন্তু ওরা বেশ ভালো তির ছুঁড়েছে।’

গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আর্চারিতে পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর আজ মিশ্র দ্বৈতে রুপা। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সে খুশি দিয়া বলেন ‘ এখানে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার।    

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank