শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে হতাশ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক

১৭:৫৭, ১৭ নভেম্বর ২০২১

৪৬৫

বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে হতাশ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স হতাশ করেছে সমর্থক, সাধারণ দর্শক এমনকি ক্রিকেটবোদ্ধাদের। তবে এ নিয়ে মোটেই হতাশ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে ভালো করতে আরও উৎসাহ দেওয়ার আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, মাহমুদউল্লাহ রিয়াদদের পারফরম্যান্স নিয়ে আপনার মন্তব্য কী? শুরুতেই তিনি উল্টো প্রশ্ন করে বলেন, আপনারা কেন এত হতাশ হন? 

সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে প্রধানমন্ত্রী জানতে চান, আপনি কখনও ক্রিকেট খেলেছেন? মাঠে গিয়েছেন ব্যাট ধরেছেন? 

তিনি বলেন, ক্রিকেট নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ছেলেরা ভালো খেলেছে। আমরা ভালো আশাকরি। অনেকেগুলো ম্যাচ টানটান অবস্থায় গিয়েছে। আরও প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে ভালো করবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank