রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আর্জেন্টিনাকে রুখে দিলো নেইমারবিহীন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

০৭:৫০, ১৭ নভেম্বর ২০২১

আপডেট: ০৮:৩৯, ১৭ নভেম্বর ২০২১

৫১৪

আর্জেন্টিনাকে রুখে দিলো নেইমারবিহীন ব্রাজিল

নেইমারসহ সিনিয়র কয়েকজন ফুটবলার ছাড়া আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। ম্যাচে লিওনেল মেসিদের গোলবঞ্চিত রেখে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শীর্ষস্থান মজবুত রেখেছে সেলেসাওরা। 

ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। তাই অনেক খেলোয়াড়কে বিশ্রামে রাখেন কোচ তিতে। খর্বশক্তির দল হলেও গোল শূন্য ড্র করে দলকে এক পয়েন্ট বাড়িয়ে নিয়েছেল দলটি। 

অন্যদিকে, ড্র করেও কাতার বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে আছে আর্জেন্টিনা। ২৯ পয়েন্ট আলবিসেলেস্তাদের। ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর তৃতীয় এবং ১৭ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে ৪ নম্বরে। 

নাম সুপার ক্লাসিকো হলেও প্রথমার্ধে তার কিছুই বুঝা যায়নি। ৩৯ মিনিট পর্যন্ত গোলমুখে কোন দলেরই কোন শট ছিল না। এরমধ্যে উল্টো বেশ কয়েকবার ঝগড়া হয়ে যায়। ৩৩ মিনিটে রাফিনহাকে ট্যাকেল করে লাল কার্ডও দেখতে পারতেন ওতামেন্দি। 

দ্বিতীয়ার্ধে খেলায় ধার বাড়লেও আক্রমণ ছিলো না খুব বেশি। মাঝমাঠেই লড়াইটা বেশি হওয়ায় গোলমুখ আর খোলেনি। আর্জেন্টিনা শেষদিকে ছড়ি ঘোরালেও বল জালে নেয়ার সামর্থ্য হয়নি। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলোয়াড়রা এখন ক্লাবে ফিরে যাবেন। জানুয়ারিতে ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডরের আর আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank