শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফাইনাল ম্যাচ টাই হলে…

স্পোর্টস ডেস্ক

১৩:৩৮, ১৪ নভেম্বর ২০২১

আপডেট: ১৪:১০, ১৪ নভেম্বর ২০২১

৪৪৫

ফাইনাল ম্যাচ টাই হলে…

এর আগে আইসিসি ইভেন্টের ফাইনালে অদ্ভুতুড়ে নিয়মের কারণে টাই হওয়া ম্যাচে শিরোপা হাতছাড়া করার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে কম বাউন্ডারি মারার কারণে শিরোপা হাতছাড়া হয় কেন উইলিয়ামসনের দলের।

এরপরই বিতর্কিত সেই নিয়মে পরিবর্তন আনে আইসিসি। আজ কোনোভাবে যদি নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ টাই হয়ে যায়, তবে নতুন সেই নিয়ম দেখা যাবে। ম্যাচ টাইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম হলো, যদি ২০ ওভার খেলার পর দুই দলের ফলাফল অমীমাংসিত থাকে তবে ম্যাচ গড়াবে আগের মতোই সুপার ওভারে।

সেই সুপার ওভারেও যদি টাই হয় তবে খেলা যাবে পরবর্তী সুপার ওভারে। সেখানেও যদি কোনো ফল না আসে তখন খেলা গড়াবে আরেকটি সুপার ওভারে। এভাবে যতক্ষণ না ম্যাচের ফল বের হবে, ততক্ষণ অবিরতভাবে সুপার ওভার চলতেই থাকবে।

অপর দিকে ফাইনাল ম্যাচে আবহাওয়াজনিত কারণে যদি খেলা মাঠে না গড়ায় তবে তার জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আবার কোনো কারণে যদি দুই দল কমপক্ষে ১০ ওভার ব্যাটিং করতে না পারে, সেক্ষেত্রে খেলা যেখান শেষ হয়েছিল পরের দিন ঠিক সেখান থেকেই শুরু করা হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank