মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্তামেউয়ের বার্তা, ছাড়ছেন পদ

স্পোর্টস ডেস্ক

১২:২২, ২৮ অক্টোবর ২০২০

আপডেট: ১৫:০৪, ২৮ অক্টোবর ২০২০

৫২১

বার্তামেউয়ের বার্তা, ছাড়ছেন পদ

অনাস্থা ভোটের পরও পদত্যাগ করবেননা বলে সোমবার (২৬ অক্টোবর)-ই জানিয়েছিলেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেউ। কিন্তু কাল (২৭ অক্টোবর) হঠাৎ করেই নিজে এবং অন্যান্য বোর্ড সদস্যরা পদত্যাগ করবে বলে ঘোষণা দেন বার্সার ইতিহাসে সবচেয়ে আলোচিত-সমালোচিত এই প্রেসিডেন্ট। 

তার ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বার্সা ভক্তদের। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বোর্ড মিটিংয়ে বার্তামেউ ও তার সাথের সদস্যরা পদত্যাগের ইচ্ছের কথা জানালে বিনাবাক্য ব্যয়েই তা মেনে নেয়া হয়। এর মাধ্যমে অবসান হতে যাচ্ছে বার্তামেউয়ের দীর্ঘ ছয় মৌসুমের আলোচিত-সমালোচিত অধ্যায়ের।  

অনাস্থা ভোটের পরও বার্তামেউকে বহিষ্কার করতে অন্তত ২০ হাজার দর্শকের ভোটের প্রয়োজন হতো। কিন্তু এখন আর সেটার দরকার হবেনা। 

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত সাময়িক একটি ব্যবস্থাপনা কমিটি ক্লাব পরিচালনা করবে। তবে নতুন প্রেসিডেন্ট পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবেনা, ক্লাবের নিয়ম অনুযায়ী ৪০ দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন বোর্ড প্রেসিডেন্ট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank