শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাবর-মালিককে ছাড়াই ঢাকায় আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

১৭:৩৯, ১২ নভেম্বর ২০২১

৫০৪

বাবর-মালিককে ছাড়াই ঢাকায় আসছে পাকিস্তান

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার কাছে বাদ পড়ার পরদিন শুক্রবারই (১২ নভেম্বর) বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে তারা। তবে শুরুতেই দলে সঙ্গে আসবেন না বাবর আজম ও শোয়েব মালিক। 

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর এক সপ্তাহ আগেই দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিচ্ছে পাকিস্তান। এ খবর জানাচ্ছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতির বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাদে পুরো স্কোয়াড বাংলাদেশে আসবে। 

বাংলাদেশে ঢুকেই করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই যেতে পারবেন জৈব সুরক্ষা বলয়ে। টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে বিশ্বকাপ দলের শুধুমাত্র মোহাম্মদ হাফিজকে রাখা হয়নি। তার জায়গায় আনা হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। টেস্ট সিরিজের স্কোয়াড পরে ঘোষণা করবে পাকিস্তান।

টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাবর আজমের নেতৃত্বাধীন স্কোয়াডে সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank