এক পরিবর্তন নিয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান
এক পরিবর্তন নিয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান
আসন্ন বাংলাদেশ সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে একটি পরিবর্তন এনে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ।
হাফিজ অবশ্য বাংলাদেশ সফর থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন। তিনি ছাড়া বিশ্বকাপ দলের সবাই থাকছেন বাংলাদেশ সফরের দলে।
২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইফতিখারের। ২০১৬ সালে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় তার। দেশের হয়ে এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে ২১২ রান ও ১ উইকেট নিয়েছেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ইফতিখার।
আগামী ১৯ নভেম্বর থেকে টি-টোয়েন্টি দিয়ে লড়াই শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। ২০ ও ২২ নভেম্বর হবে পরের দু’টি টি-টোয়েন্টি। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ২৬ নভেম্বও থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে এবং ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তভুক্ত।
বাংলাদেশ সফরে পাকিস্তানে টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান