শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের প্রার্থনার ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান, দলে মুজিব

স্পোর্টস ডেস্ক

১৫:৫০, ৭ নভেম্বর ২০২১

৪১৮

ভারতের প্রার্থনার ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান, দলে মুজিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার (৭ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। আফগান দলে একটি পরিবর্তন এসেছে, শরফুদ্দিন আশরাফের পরিবর্তে খেলছেন মুজিব উর রহমান।

এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপদের। অন্যদিকে আফগানিস্তান জিতলে ভালোভাবে আশা বেঁচে থাকবে ভারতের, মোহাম্মদ নবিরা হারলে ব্যাক-প্যাক নিয়ে ভারতের বিমান ধরার অপেক্ষায় থাকতে হবে বিরাট কোহলি বাহিনীকে।

চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই শীর্ষ চার নিশ্চিত হবে তাদের। নিউজিল্যান্ড হারলেও তাদের সম্ভাবনা টিকে থাকবে। তখন তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। তবে সেই ঝুঁকিতে না গিয়ে এই ম্যাচেই জয় নিশ্চিত করতে চায় কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের ডেরায় কোনো ইনজুরি সমস্যা নেই। মাথায় আঘাত পেলেও কনকাশন টেস্টে উত্তীর্ণ হয়ে সেরা একাদশেই থাকবেন ইশ সোধি।

এদিকে তালিকার চার নম্বরে থাকলেও আফিগানিস্তানের সেমির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই নিশ্চিতভাবেই জয় পেতে চাইবে রশিদ খানরা। তাদের জন্য অনুপ্রেরণা ইনজুরি থেকে ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেওয়া স্পিনার মুজিব উর রহমান। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ভারতের ভাগ্য। আজকে আফগানরা হেরে গেলে সেমিফাইনাল সম্ভাবনা শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন-উল-হক ও হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং ইশ সোধি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank