শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ড-আফগানিস্তান লড়াই, তাকিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক

১৩:৩০, ৭ নভেম্বর ২০২১

৪৪৫

নিউজিল্যান্ড-আফগানিস্তান লড়াই, তাকিয়ে ভারত

আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে নিউজিল্যান্ড-আফগানিস্তান লড়াই। এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ভারত ও আফগানিস্তান। আর আফগানিস্তান জিতলে, আগামী ৮ নভেম্বর ভারত-নামিবিয়া ম্যাচের ফলাফলের পর নির্ধারিত হবে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর কোন দল সেমিতে খেলবে।

সেমিফাইনালে চোখ রেখে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। তবে দলটির জয় চাচ্ছে না ভারতের সমর্থকেরা। কেননা কিইউরা জিতলেই বিদায়ঘণ্টা বেজে যাবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের।

আর আফগানিস্তান জিতলে আগামী ৮ নভেম্বর ভারত-নামিবিয়া ম্যাচের ফলাফলের পর নির্ধারিত হবে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর কোন দল সেমিফাইনালে খেলবে। অর্থাৎ নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারাতে পারলে টুর্নামেন্টে জিইয়ে থাকবে ভারতের সম্ভাবনা।

‘বি‘ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ৪ খেলার সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। পাকিস্তানের পর এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমির দৌড়ে আছে নিউজিল্যান্ড-ভারত ও আফগানিস্তান।

চার খেলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে সমান ৪ পয়েন্ট করে ভারত ও আফগানিস্তানের।

সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে আফগানিস্তান ও ভারতকে জিততে হবে। আর না হারলেই চলে যাবে নিউজিল্যান্ড। ম্যাচ ড্র হলেও শেষ চারে উঠে যাবে ব্লাক ক্যাপসরা।

আর যদি নিউজিল্যান্ড জিতে যায়, বাদ পড়বে ভারত ও আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গে এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড।

আর যদি, কাল আফগানিস্তান জিতে, তবে আফগান-নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান ৬ করে। তখন টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত-নামিবিয়ার ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে।
 
শেষ ম্যাচ জিতলে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সমান ৬ পয়েন্ট হবে ভারতের। তখন তিন দলই রান রেটে হিসাব-নিকাশ হবে।

আর যদি নামিবিয়ার কাছে ভারত হেরে যায়, তবে সেমির টিকিট পেতে রান রেটের হিসেবে বসতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে।

তবে যাই হোক না কেন, সহজ সমীকরণ রয়েছে নিউজিল্যান্ডের কাছে। জিতলেই সেমির টিকিট নিশ্চিত। তাই জয় ছাড়া কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। দলের ওপেনার মার্টিন গাপটিল বলেন, ‘জয় পেলেই সেমির টিকিট নিশ্চিত আমাদের। তাই জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

অন্য দিকে জিতলেও ভারত-নামিবিয়ার ম্যাচের ওপর নির্ভর করবে আফগানিস্তানের ভাগ্য। সেমির দৌড়ে টিকে থাকতে হলে, জিততেই হবে আফগানদেরও। তাই জয় ছাড়াই অন্য কিছুই ভাবছে না তারা।

দলের অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘জয় ছাড়া আমাদের হাতে কোন বিকল্প নেই। আমাদের জিততেই হবে। দলের সবাই জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে।’

টি-টোয়েন্টিতে কখনও মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এবারই টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সাক্ষাৎ কিউই ও আফগানদের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank