আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্রাভো
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্রাভো
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ছিটকে বাদ পড়ার পরপরই অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
ম্যাচের পর অবসরের ঘোষণায় ব্রাভো বলেন, 'আমার মনে হয়, সময়টা এসে গেছে। খুব ভালো একটি ক্যারিয়ার কাটিয়েছি। কিছু উত্থানপতনের মধ্য দিয়ে ১৮ বছর ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছি। যখন আমি পেছনে ফিরে তাকাই, এত লম্বা সময় ধরে এই অঞ্চল ও ক্যারিবিয়ান মানুষদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ।'
৩৮ বছর বয়সী ব্রাভো আগেও একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২০১৯ সালে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। এখন পর্যন্ত হওয়া সাতটি বিশ্বকাপের সবকটিতে খেলেছেন ব্রাভো। উইন্ডিজের জার্সিতে ২০১২ ও ২০১৬ সালে বিশ্বকাপের শিরোপা জেতার স্বাদ পেয়েছেন তিনি।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতারগুলোর পরিচিত মুখ ব্রাভোর পরবর্তী লক্ষ্য নিজের বিপুল অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার, 'আমি এখন চেষ্টা করব, আমার অভিজ্ঞতা এবং জ্ঞান তরুণ খেলোয়াড়দের হাতে তুলে দিতে। আমি মনে করি, সাদা বলের সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং আমাদের জন্য ছেলেদের সমর্থন করা এবং তাদের উৎসাহ দেওয়া গুরুত্বপূর্ণ।'
ক্যারিবিয়ানদের হয়ে ৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রাভো। ব্যাট হাতে ১২৪৫ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৭৮ উইকেট। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচশর বেশি ম্যাচে অংশ নিয়েছেন তিনি।
বিদায়ের মঞ্চটা প্রত্যাশামাফিক হয়নি ব্রাভোর জন্য। সুপার টুয়েলভে চার ম্যাচের তিনটিতেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তার দল। তবে এতে হতাশ নন তিনি, 'আমরা যেমনটা আশা করেছিলাম, তেমন বিশ্বকাপ হয়নি এটি। আমরা খেলোয়াড় হিসেবে এমন বিশ্বকাপ চাইনি। আমাদের নিজেদেরকে নিয়ে দুঃখিত হওয়া উচিত নয়। এটি একটি কঠিন প্রতিযোগিতা ছিল। আমাদের মাথা উঁচু রাখা উচিত।'
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান