শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই বিদায় নিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

০৮:৪০, ৫ নভেম্বর ২০২১

৪৫৮

ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই বিদায় নিল শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাহাড়সম টার্গেট সামনে নিয়েই মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আশা বাঁচল না। শেষ মুহূর্তে হেটমায়ার টর্নেডো চালালেও জেতাতে পারেননি দলকে। তার ঝড়ে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে। সেই সঙ্গে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হল গতবারের চ্যাম্পিয়নদের।

শুধু যে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিয়েছে বিষয়টি এমন নয়। জয় পেলেও বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও। কারণ, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে তারা। জিতেছে কেবল দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদেরও।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) শুরুতে ব্যাট করে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য ১৯০ রান করতে হবে উইন্ডিজকে।

শেষ পর্যন্ত হেটমায়ার ঝড়ে ১৬৯ রান পর্যন্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২০ রানেই পরাজয় বরণ করল ক্যারিবীয়রা।

এর আগে, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার দু’জন ব্যাটার অর্ধশতক হাঁকান। ওপেনার পাথুম নিশাঙ্কা ৪১ বলে ৫১ ও চারিথ আসালাঙ্কা সমান বলে ৬৮ রান করেন। আসালাঙ্কার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছয়ের মার। বাকিদের মধ্যে কুশাল পেরেরা ২৯ ও দাসুন শানাকা ২৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট নেন আন্দ্রে রাসেল।

জবাব দিতে নেমে শুরুতেই দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। ৫ বলে ১ রান করে গেইল ও ৬ বলে ৮ রান করে আউট হন লুইস। তাদের দুজনকেই ফেরান ফার্নান্দো।

৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৪৬ রান করে নিকোলাস পুরান ও ৮ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৫১ রান করে হেটমায়ার লড়াই চালান। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank