শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দলীয় অর্ধশতকের আগেই সাজঘরে ছয় ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক

১৭:১০, ২ নভেম্বর ২০২১

৩৯৯

দলীয় অর্ধশতকের আগেই সাজঘরে ছয় ব্যাটসম্যান

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে শেষ দুই ম্যাচ ভাবা হচ্ছিল সম্মান রক্ষার ম্যাচ হিসেবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে টাইগার কোচ রাসেল ডমিঙ্গো ইতিহাস গড়ার বার্তা দিয়েছিলেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চোখেমুখেও দেখা গিয়েছিল প্রত্যয়। তবে মাঠের গল্প যেন একই। 

বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে নেমে মঙ্গলবার (২ নভেম্বর) যেন উইকেট শিকারের উৎসবে মেতেছে রাবাদারা। ১২ ওভার খেলে ৪৬ রান তুলতেই হারিয়ে ফেলেছে ছয় উইকেট।

কেশব মহারাজের ওভার দিয়ে শুরু হয়েছিল টেম্বা বাভুমাদের বোলিং। বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং নাঈম শেখও ধীরলয় ব্যাটিংয়ে টিকে থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু কাগিসো রাবাদার ব্যক্তিগত দ্বিতীয় ওভার আর ইনিংসের চতুর্থ ওভারের শেষ দুই বলে টানা দুটি উইকেট হারাল টাইগাররা।

রাবাদার প্রথম শিকার নাঈম শেখ। তিনি ফিরেছেন ১১ বলে ৯ রান করে। অন্যদিকে, ব্যাট করতে নেমে প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ধারাবাহিকভাবে ব্যর্থ সৌম্য সরকার। রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন তিনি। এক বল খেলেই আউট হয়েছেন। 

এদিকে, মুশফিকও তিন বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন। এরপর হতাশ করেছেন মাহমুদউল্লাহ-আফিফরাও। 

এনরিক নর্টজের পেস ও বাউন্স সামলাতে পারেননি মাহমুদউল্লাহ। শর্ট অব আ লেংথ থেকে বাউন্স করা বল ছিল মাহমুদউল্লাহর মাথা বরাবর, ব্যাট তুলতে পারেননি। বাংলাদেশ অধিনায়কের গ্লাভস ছুঁয়ে যাওয়ার পর সেটা আঘাত করেছে কাঁধে, এরপর গেছে পয়েন্টে এইডেন মার্করামের হাতে।

পরের ওভারের প্রথম বলে ডোয়াইন প্রিটোরিয়াসকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে পুরোপুরি মিস করে গেছেন আফিফ হোসেন। হারিয়েছে স্টাম্প। ২ বলের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে আরও ২ উইকেট।

আর ১২ তম ওভারে বোলিংয়ে আনা হয় তাবরিজ শামছিকে। তার র্ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank