শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের সেমিফাইনাল স্বপ্ন ঝুলছে ভাগ্যে 

স্পোর্টস ডেস্ক

১৩:৫২, ১ নভেম্বর ২০২১

৪৫৪

ভারতের সেমিফাইনাল স্বপ্ন ঝুলছে ভাগ্যে 

শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েই এবারের বিশ্বকাপ খেলতে নেমেছিল ভারত। তবে সুপার টুয়েলভ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে শিরোপা স্বপ্ন প্রায় বিসর্জন দেয়া হয়ে গেছে বিরাট কোহলির দলের।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াতে সেমিফাইনালের রাস্তা কণ্টকাকীর্ণ হয়ে উঠেছে কোহলি-রোহিতদের জন্য। সমীকরণ এমন দাঁড়িয়েছে যে, নিজেদের শেষ তিন জিতলেও চলবে না। ভারতকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য প্রতিপক্ষদের দিকেও।

সুপার টুয়েলভে গ্রুপ-‘বি’ এর শীর্ষে তিন ম্যাচেই জয় তুলে নেয়া পাকিস্তান। তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তান। গতকাল ভারতকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড আছে তিনে। ২ পয়েন্ট নিয়ে চারে নামিবিয়া। আর এখনো জয়ের মুখ না দেখা ভারত আছে ছয় দলের মধ্যে পাঁচে! স্কটল্যান্ড সবার শেষে।

‘বি-গ্রুপে পাকিস্তান আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা দলটি আর একটি ম্যাচ জিতলেই চলে যাবে শেষ চারে। শেষ দুই ম্যাচে দলটির প্রতিপক্ষ নামিবিয়া-স্কটল্যান্ড। কোনো অঘটন না ঘটলে দুটি ম্যাচ সহজেই জেতার কথা বাবর আজমদের।

ভারতের পরের ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। এই ম্যাচ অনেক গুরুত্ব বহন করছে। কেননা টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতকে সেদিন জিততেই হবে। এরপর জয় পেতে হবে স্কটল্যান্ড-নামিবিয়ার সঙ্গেও।

সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের পরের তিন ম্যাচ স্কটল্যান্ড-নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে। তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচ ব্ল্যাকক্যাপসরা সহজেই জিতবে বলে ধরে নেয়া যায়। আর শেষ ম্যাচে আফগানদের হারিয়ে দিলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই সেমির টিকিট কাটবে ব্ল্যাকক্যাপসরা (৮ পয়েন্ট)। এরপর ভারত যদি হাতে থাকা তিন ম্যাচে জেতেও (৬ পয়েন্ট), তবুও পাবে না সেমির টিকিট।

আর যদি নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জিতেও যায় তাও ভারতের জন্য সহজ কিছু হবে না। কারণ স্কটল্যান্ডের আর নামিবিয়ার সাথে বড় ব্যবধানে জিতে রানরেটে এগিয়ে আছে আফগানরা। তাই ভারত তিন ম্যাচ জেতার পাশাপাশি বড় ব্যবধানও নিশ্চিত করতে হবে। বিশেষ করে আফগানিস্তানকে হারাতে হবে বিশাল ব্যবধানে।

এ জন্যই ধারণা কয়া হচ্ছে, ‘বি’ গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচ হতে চলেছে আগামী ৭ নভেম্বর নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। কেননা কিউইদের বাকি প্রতিপক্ষকদের মধ্যে একমাত্র আফগানিস্তানই আছে, যারা কেন উইলিয়ামসনদের হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank