শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেষ ম্যাচ খেলতে নামবেন আসগর আফগান

স্পোর্টস ডেস্ক

১৩:১৮, ৩১ অক্টোবর ২০২১

৪৬৪

শেষ ম্যাচ খেলতে নামবেন আসগর আফগান

বিশ্বকাপের কেবল দুইটি ম্যাচ গেছে। সুপার টুয়েলভেরও ম্যাচ বাকি রয়েছে আরও তিনটি। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। কিন্তু এর মধ্যেই কি না অবসরে আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান। দেশটির সবচেয়ে সফল এই অধিনায়ক জানিয়ে দিয়েছেন, নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা জাননা আসগর। ৩৩ বছর বয়সী এই তারকার সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দলের ১৩০ রানে জয় পায় আফগানিস্তান। ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। 

পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৭ বল খেলে করেন ১০ রান। দেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে আসগর ১ হাজার ৩৫১ রান করেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৯ সালে অভিষেক হয় আসগরের। বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দেশের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। ওই ম্যাচটি ছিল ওয়ানডে ম্যাচ। এই ফরম্যাটে ১১৪ ম্যাচে ২৪.৭৩ গড়ে ২ হাজার ৪২৪ রান করেছেন তিনি।

আফগানিস্তানের প্রথম টেস্টের অধিনায়কও ছিলেন তিনি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলে তারা। ওই ম্যাচে নেতৃত্ব দেন আসগর। সাদা পোশাকের ক্রিকেটে ৬ ম্যাচে ৪৪ গড়ে করেছেন ৪৪০ রান।

নিজের ১১৪ ওয়ানডের ৫৯টিতে এবং ৭৪ টি-টোয়েন্টির ৫২টিতেই অধিনায়কত্ব করেছেন আসগর। আফগানিস্তানের হয়ে এই দুই ফরম্যাটে তার চেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি কেউ। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও তার। ৪২ টি ম্যাচে জিতেছেন আসগর, ৪১ ম্যাচে ভারতকে জিতিয়ে দুইয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank