শেষ ম্যাচ খেলতে নামবেন আসগর আফগান
শেষ ম্যাচ খেলতে নামবেন আসগর আফগান
বিশ্বকাপের কেবল দুইটি ম্যাচ গেছে। সুপার টুয়েলভেরও ম্যাচ বাকি রয়েছে আরও তিনটি। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। কিন্তু এর মধ্যেই কি না অবসরে আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান। দেশটির সবচেয়ে সফল এই অধিনায়ক জানিয়ে দিয়েছেন, নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা জাননা আসগর। ৩৩ বছর বয়সী এই তারকার সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দলের ১৩০ রানে জয় পায় আফগানিস্তান। ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।
পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৭ বল খেলে করেন ১০ রান। দেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে আসগর ১ হাজার ৩৫১ রান করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৯ সালে অভিষেক হয় আসগরের। বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দেশের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। ওই ম্যাচটি ছিল ওয়ানডে ম্যাচ। এই ফরম্যাটে ১১৪ ম্যাচে ২৪.৭৩ গড়ে ২ হাজার ৪২৪ রান করেছেন তিনি।
আফগানিস্তানের প্রথম টেস্টের অধিনায়কও ছিলেন তিনি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলে তারা। ওই ম্যাচে নেতৃত্ব দেন আসগর। সাদা পোশাকের ক্রিকেটে ৬ ম্যাচে ৪৪ গড়ে করেছেন ৪৪০ রান।
নিজের ১১৪ ওয়ানডের ৫৯টিতে এবং ৭৪ টি-টোয়েন্টির ৫২টিতেই অধিনায়কত্ব করেছেন আসগর। আফগানিস্তানের হয়ে এই দুই ফরম্যাটে তার চেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি কেউ। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও তার। ৪২ টি ম্যাচে জিতেছেন আসগর, ৪১ ম্যাচে ভারতকে জিতিয়ে দুইয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান