শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপে বাংলাদেশের আশা শেষ

স্পোর্টস ডেস্ক

১৯:৫৭, ২৯ অক্টোবর ২০২১

আপডেট: ২০:০১, ২৯ অক্টোবর ২০২১

৫০১

বিশ্বকাপে বাংলাদেশের আশা শেষ

টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার পর্বের তৃতীয় ম্যাচেও হেরে গেলো বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারে টাইগাররা। টানা তিন পরাজয়ের ফলে বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার আশা আর রইলো না বাংলাদেশের।

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৯ পর্যন্ত পৌঁছাতে পারে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন লিটন দাস।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে রাখে বাংলাদেশের বোলাররা।

ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ও দলের তৃতীয় ওভারের শেষ বলে এভিন লুইসকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। 

ক্যারিবিয়ান শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন শেখ মেহেদী হাসান। দলীয় পঞ্চম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত ডেলিভারিতে ক্রিস গেইলকে বোল্ড করেন তিনি। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ১৮। নিজের পরবর্তী ওভারে এসে ফিরিয়ে দেন ভয়ংকর হতে থাকা হেটমায়ারকে।

১২.৩ ওভারে দলীয় ৬২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন উইন্ডিজ অধিনায়ক কায়রান পোলার্ড। এরপর স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাকে নিজের বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করেন রোস্টন চেজ। তাকে আবশ্য ১৪তম ওভারেই সাজঘরে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন সাকিব আল হাসান। তার বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েও মেহেদি হাসানের কল্যাণে ২৭ রানে লাইফ পান রোস্টন চেজ।

মাত্র ২ রানেই নিকোলাস পুরানকে আউট করার সুযোগ তৈরি করেন সাকিব আল হাসান। দাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস করেন পুরান। কিন্তু উইকেটকিপার লিটন  স্টাম্পিং মিস করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩ বলে এক চার আর ৪টি ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস।

১৮.১ ওভারে দলীয় ১১৯ রানে শরিফুলের শিকার হয়ে ফেরেন তিনি। ঠিক পরের বলে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া রোস্টন চেজকেও ফেরান শরিফুল। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ৩৯ রান করেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank