জয়ের লক্ষ্য কঠিন নয়, পারবে তো টাইগাররা?
জয়ের লক্ষ্য কঠিন নয়, পারবে তো টাইগাররা?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান। জয়ের লক্ষ্য তেমন কঠিন না, তবে পারবে কি টাইগার ব্যাটসম্যানরা?
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে রাখে বাংলাদেশের বোলাররা।
ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ও দলের তৃতীয় ওভারের শেষ বলে এভিন লুইসকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরান তিনি।
ক্যারিবিয়ান শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন শেখ মেহেদী হাসান। দলীয় পঞ্চম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত ডেলিভারিতে ক্রিস গেইলকে বোল্ড করেন তিনি। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ১৮। নিজের পরবর্তী ওভারে এসে ফিরিয়ে দেন ভয়ংকর হতে থাকা হেটমায়ারকে।
১২.৩ ওভারে দলীয় ৬২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন উইন্ডিজ অধিনায়ক কায়রান পোলার্ড। এরপর স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাকে নিজের বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।
ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করেন রোস্টন চেজ। তাকে আবশ্য ১৪তম ওভারেই সাজঘরে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন সাকিব আল হাসান। তার বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েও মেহেদি হাসানের কল্যাণে ২৭ রানে লাইফ পান রোস্টন চেজ।
মাত্র ২ রানেই নিকোলাস পুরানকে আউট করার সুযোগ তৈরি করেন সাকিব আল হাসান। দাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস করেন পুরান। কিন্তু উইকেটকিপার লিটন স্টাম্পিং মিস করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩ বলে এক চার আর ৪টি ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস।
১৮.১ ওভারে দলীয় ১১৯ রানে শরিফুলের শিকার হয়ে ফেরেন তিনি। ঠিক পরের বলে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া রোস্টন চেজকেও ফেরান শরিফুল। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ৩৯ রান করেন।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় লাগবেই।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান