ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৮ উইকেটে হার
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৮ উইকেটে হার
টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্য মাত্র দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে ইংলিশরা। হাতে ছিল ৫ ওভার ৫ বল ।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার জেসন রয়। বাংলাদেশের হয়ে দুটি উইকেট পেয়েছেন শরিফুল ও নাসুম।
অন্যদিকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই বড় রান সংগ্রহ করতে পারেননি। শেষ দিকে স্পিনার নাসুম আহমেদের ৯ বলের ঝড়ো ১৯ রানের কারণে সম্মানজনক ১২৪ রানের পূঁজি দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা।
আজও ব্যাটিংয়ে ব্যর্থ হন লিটন দাস। শুরুতেই দুই ওপেনার লিটন ও নাঈম শেখের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। দলীয় ১৪ রানের মাথায় দুই ওপেনারের বিদায় হয়। দারুণ ডেলিভারিতে তাদেরকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মঈন আলি।
এরপর ২৬ রানের সময় ওকসের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন সাকিব আল হাসান। পরে জুটি গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। কিন্তু ৬৩ রানের সময় ব্যক্তিগত ২৯ রান করে মুশফিকও ফিরে যান। এরপর স্বীকৃত ব্যাটসম্যানদের আর কেউ দাঁড়াতে পারেননি।
আউট হওয়ার আগে ১৯ রান করেন রিয়াদ। শেষ দিকে ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন নাসুম আহমেদ। তার এই স্কোরের ওপর ভর করেই কোনোরকমে মান বাঁচে টাইগারদের। এছাড়া সোহান ১৬ ও শেখ মেহেদী ১১ রান করেন।
ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন মিলস। এছাড়া মঈন আলি ও লেভিংক্সটোন ২টি করে এবং ওকস নেন একটি উইকেট।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান