নাঈম-মুশফিকের ফিফটিতে টাইগারদের সংগ্রহ ১৭১
নাঈম-মুশফিকের ফিফটিতে টাইগারদের সংগ্রহ ১৭১
নাঈম শেখ-লিটন দাসের ব্যাটে স্বস্তির শুরু পায় বাংলাদেশ। মাঝে লিটন ও সাকিব আল হাসান ফিরলেও দলকে সঠিক পথে রাখেন মুশফিক-নাঈম। দুজনের ৭৩ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ছোটে টাইগাররা। আর স্লগ ওভারে ৪২ রান তুলে শ্রীলঙ্কার জন্য ১৭২ রানের লক্ষ্য ঠিক করেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
শারজার মন্থর উইকেটে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন মুশফিকুর রহিম ও নাইম শেখ। ৬টি চারে নাইমের ব্যাট থেকে আসে ৫২ বলে ৬২ রান। আর ৫ চার ও ২ ছক্কায় মুশফিক অপরাজিত ছিলেন ৩৭ বলে ৫৭ রান নিয়ে।
টসে হেরে ব্যাট করতে নামা দলকে স্বস্তির সূচনা এনে দেন নাইম শেখ ও লিটন দাস। তবে পাওয়া প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন লিটন দাস।
ষষ্ঠ ওভারে লাহিরু কুমারার বলে বাউন্ডারি আদায় করতে যান লিটন। কিন্তু ধরা পড়েন মিড অফে দাঁড়ানো দাসুন শানাকার হাতে। পাওয়া প্লেতে বাংলাদেশ তোলে ৪০ রান। লিটন ফেরেন ১৬ বলে ১৬ রান করে।
ভালো শুরু এনে দেয়ার পর লিটন ফিরে গেলেও রানের গতি আরও বাড়ান সাকিব আল হাসান। সপ্তম ওভারে তার জোড়া বাউন্ডারিতে আসে ১৪ রান। কিন্তু তার পরের ওভারেই সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।
করুনারত্নের করা ব্যাক অব দ্য ল্যান্থ বলটি ধরতেই পারেননি সাকিব। লেগ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চাইলেও ব্যাট ফাঁকি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেয় বলটি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ১০ রান।
সাকিব আউট হলেও দলকে রানের চাপে পড়তে দেননি নাঈম শেখ ও মুশফিকুর রহিম। নিয়মিত সিঙ্গেল নিয়ে সচল রেখেছেন রানের চাকা। বিশেষ করে অনেকদিন রান খরায় থাকা মুশফিক দেখা দিয়েছেন রুদ্ররূপে।
ওয়াহিন্দু হাসারাঙ্গাকে তার প্রিয় সুইপ শটে ছক্কা হাঁকানো দিয়ে শুরু। পরে নিয়মিত সিঙ্গেল নেয়ার পাশাপাশি বিনুরা ফারনান্দোর করা ১৩তম ওভারের শুরুর বলেই আদায় করের আরেক ওভার বাউন্ডারি। দুজনের ব্যাটে ১৩.৪ ওভারে শতরান পার করেছে টাইগাররা।শেষ ছয় ওভারে ঝড় তোলার অপেক্ষাতে আছেন লাল-সবুজের ব্যাটসম্যানরা।
শততম রানে আসে নাঈম শেখের বাউন্ডারিতে। এর মধ্য দিয়ে নিজের চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন এই বাঁহাতি। যার দুটিই এই বিশ্বকাপে।
১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৯-২। স্লগ ওভারের শুরুতেই ড্রেসিং রুমে ফেরেন নাঈম শেখ। বিনুরা ফারনান্দোর স্লো বাউন্সারটি বাউন্ডারি পার করতে গিয়ে ক্যাচ তুলে দেন বোলারের হাতেই। পরে লাহিরু কুমার থ্রোতে রানআউট হন আফিফ হোসেনও।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান