শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাঈম-মুশফিকের ফিফটিতে টাইগারদের সংগ্রহ ১৭১

স্পোর্টস ডেস্ক

১৭:৫০, ২৪ অক্টোবর ২০২১

৪৫৫

নাঈম-মুশফিকের ফিফটিতে টাইগারদের সংগ্রহ ১৭১

নাঈম শেখ-লিটন দাসের ব্যাটে স্বস্তির শুরু পায় বাংলাদেশ। মাঝে লিটন ও সাকিব আল হাসান ফিরলেও দলকে সঠিক পথে রাখেন মুশফিক-নাঈম। দুজনের ৭৩ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ছোটে টাইগাররা। আর স্লগ ওভারে ৪২ রান তুলে শ্রীলঙ্কার জন্য ১৭২ রানের লক্ষ্য ঠিক করেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

শারজার মন্থর উইকেটে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন মুশফিকুর রহিম ও নাইম শেখ। ৬টি চারে নাইমের ব্যাট থেকে আসে ৫২ বলে ৬২ রান। আর ৫ চার ও ২ ছক্কায় মুশফিক অপরাজিত ছিলেন ৩৭ বলে ৫৭ রান নিয়ে। 

টসে হেরে ব্যাট করতে নামা দলকে স্বস্তির সূচনা এনে দেন নাইম শেখ ও লিটন দাস। তবে পাওয়া প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন লিটন দাস। 

ষষ্ঠ ওভারে লাহিরু কুমারার বলে বাউন্ডারি আদায় করতে যান লিটন। কিন্তু ধরা পড়েন মিড অফে দাঁড়ানো দাসুন শানাকার হাতে। পাওয়া প্লেতে বাংলাদেশ তোলে ৪০ রান। লিটন ফেরেন ১৬ বলে ১৬ রান করে। 

ভালো শুরু এনে দেয়ার পর লিটন ফিরে গেলেও রানের গতি আরও বাড়ান সাকিব আল হাসান। সপ্তম ওভারে তার জোড়া বাউন্ডারিতে আসে ১৪ রান। কিন্তু তার পরের ওভারেই সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। 

করুনারত্নের করা ব্যাক অব দ্য ল্যান্থ বলটি ধরতেই পারেননি সাকিব। লেগ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চাইলেও ব্যাট ফাঁকি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেয় বলটি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ১০ রান।

সাকিব আউট হলেও দলকে রানের চাপে পড়তে দেননি নাঈম শেখ ও মুশফিকুর রহিম। নিয়মিত সিঙ্গেল নিয়ে সচল রেখেছেন রানের চাকা। বিশেষ করে অনেকদিন রান খরায় থাকা মুশফিক দেখা দিয়েছেন রুদ্ররূপে। 

ওয়াহিন্দু হাসারাঙ্গাকে তার প্রিয় সুইপ শটে ছক্কা হাঁকানো দিয়ে শুরু। পরে নিয়মিত সিঙ্গেল নেয়ার পাশাপাশি বিনুরা ফারনান্দোর করা ১৩তম ওভারের শুরুর বলেই আদায় করের আরেক ওভার বাউন্ডারি। দুজনের ব্যাটে ১৩.৪ ওভারে শতরান পার করেছে টাইগাররা।শেষ ছয় ওভারে ঝড় তোলার অপেক্ষাতে আছেন লাল-সবুজের ব্যাটসম্যানরা। 

শততম রানে আসে নাঈম শেখের বাউন্ডারিতে। এর মধ্য দিয়ে নিজের চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন এই বাঁহাতি। যার দুটিই এই বিশ্বকাপে। 

১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৯-২। স্লগ ওভারের শুরুতেই ড্রেসিং রুমে ফেরেন নাঈম শেখ। বিনুরা ফারনান্দোর স্লো বাউন্সারটি বাউন্ডারি পার করতে গিয়ে ক্যাচ তুলে দেন বোলারের হাতেই। পরে লাহিরু কুমার থ্রোতে রানআউট হন আফিফ হোসেনও।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank