পাওয়ার প্লে শেষের আগে সাজঘরে লিটন
পাওয়ার প্লে শেষের আগে সাজঘরে লিটন
বিশ্বকাপ শুরুর আগ থেকেই চিন্তা ছিল বাংলাদেশেরও ব্যাটিং নিয়ে, বিশেষ করে ওপেনিংয়ে। প্রথম রাউন্ডেও টাইগারদের ভুগতে হয়েছে এতে। তবে সুপার টুয়েরলভ শুরুর ম্যাচেই দলকে স্বস্তির সূচনা এনে দিলেন নাইম শেখ ও লিটন দাস। তবে পাওয়া প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন লিটন দাস।
পাওয়া প্লেতে বাংলাদেশ তুলেছে ৪০ রান। লিটন ফিরেছেন ১৬ বলে ১৬ রান করে। নাইমের সংগ্রহ ২১ বলে ২২।
চামিকা করুনারত্নের করা প্রথম ওভারে আসে দুই রান। বিনুরা ফারনান্দোর করা দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারি পায় বাংলাদেশ। লেগ স্ট্যাম্পের বাইরের বলটি উইকেটের পেছন দিয়ে বাউন্ডারিতে পাঠান লিটন দাস। এ ওভারে আসে ৭ রান।
তৃতীয় ওভারে বোলিংয়ে আনা হয় দুশমান্ত চামিরাকে। সে ওভারে দুই নো বলসহ আসে ১২ রান। এক বাউন্ডারি আদায় করেন নাইম শেখ।
চতুর্থ ওভারে চতুর্থ বোলার ব্যবহার করেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। প্রথম বলে ৩০ গজ পার করলেও বাউন্ডারি আসেনি নাইম শেখের ব্যাট থেকে। সে বলে আসে তিন রান। পঞ্চম বলেই অবশ্য ডিপ মিড উইকেট দিয়ে চার রান আদায় করেন এই বাঁহাতি।
তৃতীয় ওভারে ১২ রান দিলেও পঞ্চম ওভারে আবারও বল তুলে দেয়া হয় চামিরার হাতে। কিন্তু এবারও তার বলে এক বাউন্ডারিসহ ৯ রান তুলে নেন দুই টাইগার ওপেনার। ষষ্ঠ ওভারে লাহিরু কুমারার বলে বাউন্ডারি আদায় করতে যান লিটন। কিন্তু ধরা পড়েন মিড অফে দাঁড়ানো দাসুন শানাকার হাতে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৫৫ রান। সপ্তম ওভারে আসে ১৪ রান।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান