শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একাদশে নাসুম

ব্যাটিং দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১৫:৩৫, ২৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৪৪, ২৪ অক্টোবর ২০২১

৪২৯

একাদশে নাসুম

ব্যাটিং দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শারজায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা পরস্পরের কাছে খুবই চেনা। তবে টি-টোয়েন্টির পরিসংখ্যান বলছে, লঙ্কানরাই এগিয়ে। ১১ ম্যাচের ৭টি জিতেছে তারা, বাংলাদেশের জয় ৪টি।

অবশ্য এই ফরম্যাটে দুই দলের সর্বশেষ দুটি ম্যাচ জিতেছিল টাইগাররা। যা প্রেরণা হতে পারে মাহমুদউল্লাহ-মুশফিকদের জন্য।

টস প্রসঙ্গে লঙ্কান অধিনায়ক দাসুন শানাক বলেন, আমার বোলাররা ভালো করছে। আইপিএলের কারণে মাঠের অবস্থা ঠিক বলা যাচ্ছে না। তাই আমরা বোলিং করতে চাই। 

আর টাইগার কাপ্তান মাহমুদ উল্লাহ রিয়াদ বলেন, আমরা টসে জিতে ব্যাটিং নিতাম। আমাদেরকে কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে হবে। আশা করছি ভালো কিছুই হবে। এই ম্যাচে তাসকিনের জায়গায় নাসুম আহমেদ খেলবে। 

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, ভানুকা রাজাপাকসে, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, বিনুরা ফারনান্দো, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, চারিথ আসালাঙ্কা, লাহিরু কুমারা।
 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank