লঙ্কান বাধা টপকে নতুন শুরুর আশা
লঙ্কান বাধা টপকে নতুন শুরুর আশা
সুপার-১২ পর্বের প্রথম ম্যাচেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে লঙ্কান চ্যালেঞ্জ। আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা পরস্পরের কাছে খুবই চেনা। তবে টি-টোয়েন্টির পরিসংখ্যান বলছে, লঙ্কানরাই এগিয়ে। ১১ ম্যাচের ৭টি জিতেছে তারা, বাংলাদেশের জয় ৪টি। অবশ্য এই ফরম্যাটে দুই দলের সর্বশেষ দুটি ম্যাচ জিতেছিল টাইগাররা। যা প্রেরণা হতে পারে মাহমুদউল্লাহ-মুশফিকদের জন্য।
বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোও চান প্রথম রাউন্ডের আবেগ, সমালোচনা, সংগ্রাম ভুলে সুপার-১২ পর্বে নতুন শুরু করতে। বাইরের আলোচনা, সমালোচনায় মন না দিয়ে মানসিকভাবে ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই তার টার্গেট।
গতকাল ডমিঙ্গো বলেছেন, ‘আমি মনে করি না, প্রথম রাউন্ডে যা হয়েছে তা মূল পর্বে প্রভাব ফেলবে। দুই দলই কাল (আজ) নতুনভাবে শুরু করবে।’
দিনের আলোয় শারজাহ’র উইকেট বাংলাদেশের পক্ষে থাকবে বলে ডমিঙ্গোর আশা। তিনি বলেছেন, ‘এ ধরনের কন্ডিশনে আমাদের সঙ্গে মানিয়ে যায়। শারজাহ’র উইকেট অনেকটা ঢাকার মতো। আশা করি এটা আমাদের সাহায্য করবে।’
পরিসংখ্যান যেমনই হোক শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা অবশ্য আজকের ম্যাচে নিজের দলকেই এগিয়ে রাখছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কোয়ালিফায়ারের ম্যাচগুলো জয়ের পর তারা (বাংলাদেশ) জয়ের ধারায় আছে। তবে আমাদের দলটা তুলনামূলক ভালো। আমাদেরই বেশি সুযোগ আছে।’ তবে সাকিব-মুস্তাফিজকে নিজেদের জন্য বড় হুমকি মনে করছেন শানাকা।
শারজাহ স্টেডিয়ামের মাঠ খুব বড় নয়। অনেক সময় বল স্টেডিয়ামের বাইরেও চলে যায়। তবে ডমিঙ্গো-শানাকার আশা, আজকের ম্যাচে পেসারদের চেয়ে স্পিনাররা সুবিধা পাবেন উইকেট থেকে। দুজনই ভালো একটা ম্যাচ আশা করছেন।
ক্রিকেটে শারজাহ স্টেডিয়ামের ঐতিহ্য অনেক দিনের। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে শারজাহ’র ২২ গজ রান প্রসবা নাকি সাম্প্রতিক সময়ের মতো স্লো উইকেটের প্রদর্শনী নিয়ে হাজির হয়, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান