শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাহমুদউল্লাহর বক্তব্যের ক্ষুদ্ধ বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

১৪:৩৩, ২৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৪:৩৪, ২৩ অক্টোবর ২০২১

৪৬০

মাহমুদউল্লাহর বক্তব্যের ক্ষুদ্ধ বিসিবি সভাপতি

বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় তারা। এরপর গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 

পরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতে ক্ষোভ ঝারেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। ক্রিকেটাররা ভুল করলেও তারা মানুষ, এমন মন্তব্য করেন তিনি। ইঙ্গিতটা যে পাপনের দিকেই ছিল, সেটাও স্পষ্ট। সম্প্রতি বেসরকারি এক টেলিভেশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এর জবাব দিয়েছেন পাপন।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় তার ও দলের বাকিদের একটা ব্যাপার বোঝা উচিত। যেটা সে বলল, তারা মানুষ কিন্তু একই সঙ্গে দলের সমর্থকদের সবাইও মানুষ আর বিসিবিতে যারা আছে তারাও। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না।’

দলের খেলোয়াড়দের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা ঠিক না, এমন মন্তব্যও করেন রিয়াদ। জবাবে পাপন বলেছেন, কখনও ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলেননি তিনি। সঙ্গে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর রিয়াদের বক্তব্যকে ‘আবেগী’ বলছেন বিসিবি সভাপতি।

তিনি বলেছেন, ‘দুইটা জিনিস আমি বুঝতে পারছি না। যেটা ও বলল, তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় খারাপ লেগেছে। আমার মনে হয় না কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছে...আমি একবারের জন্যও তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সে বলেছে আমি তাদের অপমান করেছি। আমার মনে হয় এটা শুধু আবেগী কথা।’

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর করা মন্তব্যে এখনও অটল আছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আমি এখনও আমার কথায় ঠিক আছি যে আমি খুশি না তাদের অ্যাপ্রোচ ও প্রথম ম্যাচের পরিকল্পনা নিয়ে। ’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank