মাহমুদউল্লাহর বক্তব্যের ক্ষুদ্ধ বিসিবি সভাপতি
মাহমুদউল্লাহর বক্তব্যের ক্ষুদ্ধ বিসিবি সভাপতি
বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় তারা। এরপর গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
পরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতে ক্ষোভ ঝারেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। ক্রিকেটাররা ভুল করলেও তারা মানুষ, এমন মন্তব্য করেন তিনি। ইঙ্গিতটা যে পাপনের দিকেই ছিল, সেটাও স্পষ্ট। সম্প্রতি বেসরকারি এক টেলিভেশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এর জবাব দিয়েছেন পাপন।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় তার ও দলের বাকিদের একটা ব্যাপার বোঝা উচিত। যেটা সে বলল, তারা মানুষ কিন্তু একই সঙ্গে দলের সমর্থকদের সবাইও মানুষ আর বিসিবিতে যারা আছে তারাও। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না।’
দলের খেলোয়াড়দের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা ঠিক না, এমন মন্তব্যও করেন রিয়াদ। জবাবে পাপন বলেছেন, কখনও ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলেননি তিনি। সঙ্গে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর রিয়াদের বক্তব্যকে ‘আবেগী’ বলছেন বিসিবি সভাপতি।
তিনি বলেছেন, ‘দুইটা জিনিস আমি বুঝতে পারছি না। যেটা ও বলল, তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় খারাপ লেগেছে। আমার মনে হয় না কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছে...আমি একবারের জন্যও তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সে বলেছে আমি তাদের অপমান করেছি। আমার মনে হয় এটা শুধু আবেগী কথা।’
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর করা মন্তব্যে এখনও অটল আছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আমি এখনও আমার কথায় ঠিক আছি যে আমি খুশি না তাদের অ্যাপ্রোচ ও প্রথম ম্যাচের পরিকল্পনা নিয়ে। ’
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান