শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সৌরভ গাঙ্গুলির বিশ্বাস, ভারতই জিতবে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

১২:৪০, ২৩ অক্টোবর ২০২১

৩৭৯

সৌরভ গাঙ্গুলির বিশ্বাস, ভারতই জিতবে বিশ্বকাপ

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সে সময় সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল তারা। তরুণ এক দল নিয়ে তখনকার বাঘা বাঘা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধোনির ভারত। কিন্তু এরপরের পাঁচ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন আবারও বিশ্বকাপ জিতবে ভারত।

২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে ভারত। এর আগে ১৯৮৩ সালের ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে গত পাঁচ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার দেখা না পাওয়া ভারত এবারের শিরোপা জিতবে বলে ধারণা গাঙ্গুলির। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, সেই আক্ষেপ বিরাট কোহলির দল এবার ঘোচাতে পারে। এক ক্রিকেট টক শোতে আলাপকালে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘ভারত এবার খুব শক্তিশালীদল। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে বলে বিশ্বকাপের দাবিদার আমরা। হ্যাঁ, প্রতিবার বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু এবার আমাদের সম্ভাবনা আছে প্রথম আসরের মতো।’

সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে হেরে বাদ পড়েছিল ভারত। এর আগের আসরের ফাইনালে দলটি হেরেছিল শ্রীলঙ্কার কাছে।

পাকিস্তানের বিপক্ষে ২৪ অক্টোবর ম্যাচ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি আগেও হয়েছে। তবে এ দুটি দলের ম্যাচ আয়োজন করা চাট্টিখানি কথা নয়।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank