ওয়ার্নারের বাজে ফর্মের কারণ আইপিএল: ব্রেট লি
ওয়ার্নারের বাজে ফর্মের কারণ আইপিএল: ব্রেট লি
ওয়ার্নার অস্ট্রেলিয়ার প্রধান ওপেনার। অধিনায়ক ফিঞ্চের সঙ্গে অনেক বছর ধরে ওপেনিং জুটি করে যাচ্ছেন তিনি। তবে সম্প্রতি তার ফর্মে পড়েছে ভাটা। আর এই বাজে ফর্মের জন্য আইপিএলকে দুষলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি।
এবারের আইপিএলে ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদ টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে। আর বাজে ফর্মের কারণে আইপিএলে দ্বিতীয় পর্বের কোনো ম্যাচেই সুযোগ পাননি তিনি। আর সে কারণেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন বলে মনে করেন দলের সাবেক বোলার ব্রেট লি।
ব্রেট লি অভিযোগ করেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে গিয়ে ওয়ার্নারের আত্মবিশ্বাস ধ্বংস হয়ে গেছে। যার প্রভাব পড়ছে চলতি বিশ্বকাপে।‘
অস্ট্রেলিয়ার দলের মূল খেলোয়াড় তিনি। তার ব্যাটে রান না পেলে অস্ট্রেলিয়ার জয়টা অনেক কঠিন হয়ে পরে। যার প্রমাণ মিলেছে চলমান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে। নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্যতে আউট হয়েছেন ওয়ার্নার আর অন্য ম্যাচে ভারতের বিপক্ষে ১ রানে আউট হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি অস্ট্রেলিয়া জিতলেও ভারতের সঙ্গে হেরে গেছে তারা।
তবে ওয়ার্নার যে মাপের খেলোয়াড় তাতে লি’র সন্ধেহ নেই তার ঘুরে দাঁড়ান নিয়ে। এ প্রসঙ্গে লি বলেন, ‘ওয়ার্নার বড় মঞ্চের ক্রিকেটার। যে কোনো সময় ফর্মে ফিরতে পারবেন। ওয়ার্নারের ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।‘
উল্লেখ্য, আইপিএলের প্রথম পর্বে ডেভিড ওয়ার্নারকে অধিনায়কের পথ থেকে সরিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারপর কেইন উইলিয়ামসন অধিনায়কত্ব পেয়ে দল থেকে বাদ পরে যান ওয়ার্নার। আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে খারাপ পারফরম্যান্সের পর একাদশ থেকেই বাদ পড়েন ওয়ার্নার।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান