হ্যাট্রিক করে আরও এক রেকর্ডে নাম লেখালেন রোনালদো
হ্যাট্রিক করে আরও এক রেকর্ডে নাম লেখালেন রোনালদো
চলতি বছরেই যেনো রেকর্ডের খাতা তছনছ করার পণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সব রেকর্ড নিজের করে নিচ্ছেন এই পর্তুগিজ তারকা। সর্বোচ্চ গোল ও ইউরোপিয়ান ফুটবলার হিসেবে সর্বোচ্চ খেলার রেকর্ড ভাঙার পর এবার গড়লেন সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ড।
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ৫-০ গোলে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। তারমধ্যে হ্যাট্রিক করেন রোনালদো। এতে আন্তর্জাতিক ফুটবলে এই তারকার হ্যাট্রিক সংখ্যা হলো ১০টি। যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।
ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেন রোনালদোরা। ১৭ মিনিটের মাথায়ই তিন গোল দেয় তারা। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। বের্নার্দো সিলভাকে বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল।
দুই মিনিট পর আবার পেনাল্টি পায় তারা। বক্সের ভেতর লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মরিস রোনালদোকে ফাউল করেন। সফল স্পট কিকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
১৭তম মিনিটে সিলভার কাছ থেকে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। বিরতির আগে আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পর্তুগাল। ম্যাচের ৬৮ মিনিটে রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান মরিস।
সেখানে কর্নার পায় পর্তুগাল। ফার্নান্দেজের নেওয়া ওই কর্নার থেকে হেডে গোল করেন জোয়াও পালিনিয়া। ৮৭ মিনিটের সময় কাঙ্ক্ষিত গোলের দেখা পান রোনালদো। রুবেন নেভেসের কাছ থেকে পাওয়া বলে দারুণ হেডে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান