ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি আজ
ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি আজ
বিশ্ব ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় লড়াই বললে অবশ্যই সবার আগে আসবে ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর কথা। দুই দেশের ফুটবল ঐতিহ্য ও মর্যাদার লড়াইয়ের কারণে এটি আলাদা প্রাণ পায়। কোপা আমেরিকার ফাইনালে সর্বেশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। এবার বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে সেলেসাও-আলবিসেলেস্তারা।
রবিবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি।
গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে শেষবার মুখোমুখি হয়েছিল এ দুই দল। ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলের দম্ভ চূর্ণ করে সেদিন ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, পেয়েছিল দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ।
তবে বিশ্বকাপ বাছাইপর্বে একরকম অদম্য হয়ে আছে ব্রাজিল। সাত ম্যাচের সবকটি জিতে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে আর্জেন্টিনা কোন ম্যাচ না হারলেও তিন ম্যাচ ড্র করে আছে দ্বিতীয় নম্বরে।
আর্জেন্টিনা অবশ্য এগিয়ে আছে আরেকটা জায়গায়। করোনা ও কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে ইউরোপীয় শীর্ষ লিগগুলো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের ছাড়তে অসম্মতি জানিয়েছিল। সে বিধিনিষেধ মেনে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আসেননি বিশ্বকাপ বাছাইপর্বে।
তবে আর্জেন্টিনা এগিয়ে আছে, কারণ দলের শীর্ষস্থানীয় সব খেলোয়াড়ই যে ক্লাবের চোখরাঙানি এড়িয়ে চলে এসেছেন দক্ষিণ আমেরিকায়। তবে এসব সুবিধা অসুবিধা একপাশে রেখে মাঠের খেলায় যে দুই দলের কেউ কাউকে ছাড় দেবে না, তা বলাই বাহুল্য।
ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা। টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে দেখা যাবে এই লড়াই।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান