সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন মেসি
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন মেসি
২১ বছর, ৬৭২ গোল, ৩৪ শিরোপা ও ছয় ব্যালন ডিঅর জিতে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন লিওনেল মেসি। তার আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই কিংবদন্তী। কথা বলেন নানা প্রসঙ্গে..
বার্সেলোনা ছাড়া প্রসঙ্গে
বার্সেলোনা ছাড়া নিয়ে মেসি জানান, আমি আর আমার পরিবার বার্সেলোনায় থেকে যাওয়ার বিষয়ে সম্মত ছিলাম। কারণ এটাই আমার ঘর, আমাদের ঘর। কিন্তু তারপরও আজ পুরো জীবন কাটানো জায়গাকে বিদায় জানাতে হচ্ছে। যা আমার জন্য খুবই কষ্টের। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না।
ছয়বারের বর্ষসেরা ফুটবলার বলেন, আমি এখানে ১৩ বছর বয়সে এসেছি। এখানে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি। ২১ বছর এখানে থেকেছি, এখানে আমার তিন সন্তান বেড়ে উঠেছে। তারা সবাই কাতালান-আর্জেন্টাইন বলে মনে করে। তাই বার্সা ছাড়ার বেদনা বলে বুঝাতে পারবোনা। আমি প্রতিজ্ঞা করছি যে এখানে আবারও ফিরে আসবো। এটা আমার ঘর।
বার্সার সঙ্গে চুক্তি
বার্সার সঙ্গে নতুন চুক্তি প্রসঙ্গে মেসি জানান, “আমি নতুন চুক্তি সম্পূর্ণ প্রস্তুত ছিল। সব বিষয়ে উভয়পক্ষ সম্মত ছিলাম। আমি এখানে থেকে যেতে চেয়েছি। ছুটি কাটিয়ে সাক্ষর করা বাকি ছিল শুধু।
পরে লাপোর্তা আপনাদের যা জানিয়েছে ঠিক সে কারণেই আমি ক্লাব ছাড়ছি। আসলে লা লিগার নিয়মের কারণে এটা সম্ভব হয়নি।
আমাকে বেতন ৫০ শতাংশ কমাতে বলা হয়েছিল। এছাড়া আর কিছুই বলা হয়নি। আমরা নতুন চুক্তির জন্য সম্ভাব্য সবকিছুই করেছিলাম।
আমি ৩০ শতাংশ বেশি বেতন চেয়েছি বলে যে গুজব আছে তা মিথ্যে। এরকম অনেক কিছু আছে যা সত্য নয়। তাই আমি যদি সত্য না বলি তখন অন্য কেউ মিথ্যা ছড়াবে।
ভক্তদের অনুপস্থিতি
বিদায় নিচ্ছেন অথচ তার সামনে নেই কোন সমর্থক। বিষয়টি কেমন লাগছে জানতে চাইলে মেসি বলেন, আমি এ ক্লাব নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। আমি এ ক্লাবের হয়ে অর্জনে খুশি। আমি অবশ্যই অন্যভাবে বিদায় জানাতে পারলে খুশি হতাম।
আমি কখনই নিজের শেষদিন চিন্তা করিনি। আমি অবশ্যই চাইতাম শেষ দিনে সমর্থকরা সামনে থাকুক। আমি তাদের থেকে অবশ্যই বিদায়ী সংবর্ধনা পেতে চাইতাম।
তাকে ছাড়া বার্সেলোনা
মেসি এ প্রসঙ্গে জানান, বার্সেলোনার বর্তমান স্কোয়াড দুর্দান্ত। আরও অনেক ফুটবলার আসবে। খেলেয়াড় আসে এবং যায়। লাপোর্তাই কথাই ঠিক, একজন খেলোয়াড়ের চেয়ে অবশ্যই ক্লাব বড়।
মানুষ একদিন এটার সঙ্গে মানিয়ে নিবে। শুরুতে আশ্বর্য লাগতে পারে। কিন্তু একসময় অভ্যাস হয়ে যাবে।
পিএসজি প্রসঙ্গে
পিএসজি প্রসঙ্গে মেসি বলেন, পিএসজি যাওয়া অনেকগুলো সম্ভাবনার একটি। সত্যি বলতে এখনও কোন কিছু চূড়ান্ত হয়নি। আমার বার্সা ছাড়ার ঘোষণার পরই অনেক কল আসতে থাকে। অনেক ক্লাবই আগ্রহ প্রকাশ করে। এখনও আলোচনা হচ্ছে, কিছুই চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান