সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতালির ইউরো জয়ী অধিনায়ককে দলে চায় রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক

১০:৪০, ১৮ জুলাই ২০২১

৩৮১

ইতালির ইউরো জয়ী অধিনায়ককে দলে চায় রিয়াল মাদ্রিদ!

কোন বড় প্রতিযোগিতার পর সাধারণত নজরকাড়া তরুণ ফুটবলারদের প্রতি আগ্রহ দেখায় বড় ক্লাবগুলো। কিন্তু রিয়াল মাদ্রিদ করছে উল্টোটা। ইতালির ইউরো জয়ের অধিনয়াক ‘বুড়ো’ জর্জিও কিয়েল্লিনিকে দলে নিতে চাইছে লস ব্লাঙ্কোসরা। 

ইতালির ইউরো জয়ে বড় ভূমিকা ছিল ৩৬ বছর বয়সী কিয়েল্লিনির। ডিফেন্সের মূল দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু তারপরও চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কিয়েল্লিনির সঙ্গে চুক্তি নবায়ন করেনি তুরিনের ক্লাবটি।

বর্তমানে এই ডিফেন্ডার একজন ফ্রি এজেন্ট। আগামী দিনে তাই নতুন কোন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যাবে কিয়েল্লিনিকে।  

এদিকে কালকিওমেরাতো ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সার্জিও রামোসের জায়গায় বর্ষীয়ান এই ডিফেন্ডারকে চান লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলেত্তি। 

রামোসকে একবছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দলের অধিনায়ক চেয়েছিলেন তা অন্তত দুই বছরের হোক। ক্লাব এটাতে রাজি হওয়ায় পিএসজিতে যোগ দেন রামোস। 

অন্যদিকে দলের আরেক তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানেকে হারাতেয যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ৫০ মিলিয়ন ইউরোতে ভারানের ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া এখন অল্প সময়ে অপেক্ষা হিসেবেই দেখা হচ্ছে।

তাই তাদের বিকল্প হিসেবে কিয়েল্লিনিকে চাইছেন আনচেলেত্তি। শুনা যাচ্ছে তার চুক্তিতে একবছরের পাশাপাশি আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দেয়া হবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank