সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোপা আমেরিকার সেরা একাদশে কাসেমিরো-ডি পল-দিয়াজ

স্পোর্টস ডেস্ক

২৩:২৪, ১৩ জুলাই ২০২১

৬৮১

কোপা আমেরিকার সেরা একাদশে কাসেমিরো-ডি পল-দিয়াজ

ইউরোর সেরা একাদশের তিন ঘন্টা না পেরোতেই ঘোষণা করা হয়েছে এবারের কোপা আমেরিকার সেরা একাদশ। যেখানে অবধারিতভাবেই আছেন মেসি, নেইমার, এমি মার্টিনেজরা। সে সাথে জায়গা হয়েছে কাসেমিরো, ডি পল ও লুইস ডিয়াজেরও।

একাদশে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আছেন চারজন। রানার-আপ ব্রাজিল দল থেকে জায়গা পেয়েছেন তিন জন। আর একজন করে আছেন চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরুর। জায়গা হয়নি প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা দলের কারও। 

দলের গোলবারের সামলানোর দায়িত্ব বর্তেছে অবধারিতভাবেই কোপা আমেরিকার সেরা গোলরক্ষক হওয়া আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের উপর। সেমিফাইনালে টাইব্রেকারে তিনটি পেনাল্টি সেভ ও ফাইনালের দুটি শট ফেরানোর পাশাপাশি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছিলেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক।


সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো ও ব্রাজিলের মার্কুইনহোস। অনেকদিন ধরেই একজন দক্ষ সেন্ট্রাল ডিফেন্ডারের অভাব বোধ করছি আর্জেন্টিনা। কোপায় তার সমাধান হিসেবে দেখা গেলো রোমেরোকে। ইনজুরির কারণে সেমিফাইনালে তাকে না পাওয়া গেলেও ফাইনালে ছিলেন দুর্দান্ত। 

অন্যদিকে রাইট ব্যাক হিসেবে রাখা হয়েছে ইকুয়েডরের পারভিস এসতুপিনান ও লেফ্ট ব্যাক হিসেবে আছে চিলির মরিসিও ইসলা। দুজনের দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও নিজেদের জায়গায় তারা ঠিকই ছিলেন উজ্জল।

মাঝমাঠে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন ব্রাজিলের সবসময়ের ভরসা কাসেমিরোকে। এছাড়া আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে আছেন আর্জেন্টিনাকে ফাইনাল জেতানো এসিস্ট করা রদ্রিগো ডি পল ও পেরুকে সেমিফাইনালে নেয়া ইউশিমার ইউতুন। 

এছাড়া আক্রমণভাগে অবধারিতভাবেই আছেনে এবারের কোপায় সর্বোচ্চ গোল করা ও সেরা ফুটবলার লিওনেল মেসি। ৭ ম্যাচে ৪ গোল করার পাশাপাশি ৫ গোলে ছিল সহায়তা। আলবিসেলেস্তেদের ১২ গোলের ৯টিতেই ছিল তার অবদান। 

আক্রমণভাগের বাকি দুজন হলেন ব্রাজিলের নেইমার ও কলম্বিয়ার লুইস ডিয়াজ। দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া নেইমার দুই গোল করার পাশাপাশি অ্যাসিস্ট ছিল তিনটিতে। আর কোপায় চমৎকার চারটি গোল উপহার দেয়া এবং কলম্বিয়াকে তৃতীয় স্থানে রাখা লুইস ডিয়াজও জায়গা পেয়েছেন একাদশে। 

কোপা আমেরিকা-২০২১ এর সেরা একাদশ

গোলরক্ষক: এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)

রক্ষণ: মরিসিও ইসলা (চিলি), মার্কুনহোস (ব্রাজিল), রোমেরো (আর্জেন্টিনা), পারভিস এসতুপিনান (ইকুয়েডর)

মাঝমাঠ: কাসেমিরো (ব্রাজিল), ডি পল (আর্জেন্টিনা), ইউশিমার ইউতুন (পেরু)

আক্রমণ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), ডিয়াজ (কলম্বিয়া)
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank