সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিকে ধরে রাখতে গিয়ে মহাবিপদে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

১০:৫১, ৫ জুলাই ২০২১

আপডেট: ১১:৪৯, ৫ জুলাই ২০২১

৫৬৮

মেসিকে ধরে রাখতে গিয়ে মহাবিপদে বার্সেলোনা

৩৪ বছর বয়সেও মেসি যেভাবে পারফর্ম করছেন তাতে যে কোন ক্লাবই চাইবে তাকে ধরে রাখতে। চুক্তি শেষ হয়ে গেলেও তাই সেরা খেলোয়াড়কে ক্লাবে রাখবে তোড়জোড় চালাচ্ছে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির সাথে নতুন চুক্তি করতে গিয়ে মহাবিপদে পড়ছে ক্লাবটি। 

গতবছর ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু ৭০০ মিলিয়ন বাইআউট ক্লজের সেটা সম্ভব হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম অনুযায়ী ঘরের ছেলে নাকি ঘরেই থাকতে চাইছে। তবে বেতন নিয়েই এখন যত ঝামেলা। 

করোনাকালে চরম আর্থিক সংকটে পড়ে বার্সেলোনা। তাই বড় কোন তারকা না কিনে নেয়া হচ্ছে ফ্রি এজেন্টদের। এতে সমস্যার সমাধান হচ্ছে না। কারণ ফেয়ার প্লে'র যে নিয়ম তাতে মেসির বেতন পরিশোধে খেলোয়াড় বিক্রি করতেই হবে কাতালানদের। 

সমস্যা সমাধানে শুরুতে লা লিগা সভাপতির সাথে দেখা করেন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। সেখান থেকেও তেমন কোন সমাধান না আসায় এখন খেলোয়াড় বেচায় মনযোগ দিয়েছে ক্লাব। 

কিন্তু এখানে খুব বেশি কিছু হচ্ছে না। স্ট্রাইকার ত্রিনকাওকে লোনে পাঠানো গেছে ওলভসে। কিন্তু বেশি বেতন পাওয়া কাউকে ছাড়তে পারেনি। শোনা যাচ্ছে দেম্বেলে, কৌতিনহো, গ্রিজম্যান, পিয়ানিচ ও উমিতিতিতে বিক্রি করে বেতন কাঠামো ঠিক করতে চায় বার্সা। 

অথচ কৌতিনহোর জন্য এসি মিলানের প্রস্তাব ছাড়া অন্য কারও জন্য তেমন সাড়া পাচ্ছে না ব্লাউগ্রানারা। দেম্বেলে ইনজুরিতে থাকায় তাকে নিয়ে আগ্রহই নেই কারও। 

এমন 'অসহায়' অবস্থায় পিয়ানিচ ও উমিতিতিতে চুক্তি বাতিল করার প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা৷ ফ্রি এজেন্ট হওয়ায় কেউ সহজেই তাদের নেয়ার কথা। কিন্তু এ প্রস্তাবে না করে দিয়েছেন দুই ফুটবলার। 

পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে বড় সমস্যায় জর্জরিত বার্সা। এদিকে মার্কার প্রতিবেদন মতে, মেসিকে নাকি ১৭০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়ে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank