সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১-১ সমতার পর টাইব্রেকারে ৩-১, সুইসদের হারিয়ে সেমিতে স্পেন

স্পোর্টস ডেস্ক

০১:৫৩, ৩ জুলাই ২০২১

আপডেট: ০১:৫৯, ৩ জুলাই ২০২১

৫৬৮

১-১ সমতার পর টাইব্রেকারে ৩-১, সুইসদের হারিয়ে সেমিতে স্পেন

ফ্রান্সকে হারিয়ে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠলেও সেমি ফাইনালের পথে লড়াইটিতে পরিষ্কার ফেভারিট ছিলো স্পেনই। সাথে আশির্বাদ হয়ে এসেছিল লাল কার্ডও। যদিও তা প্রশ্নবিদ্ধ! তারপরও ট্রাইব্রেকারের উত্তেজনায় গড়ালো ম্যাচ। আর পেনাল্টি শুট আউটে মিসের মচ্ছব দেলালো সুইসরা। স্প্যানিশরাও কম যায় না। দু দুটো শট তারাও মিস করেছে। তবে শেষ পর্যন্ত ৩-১ এ সেমি নিশ্চিত করে নেয় তারা। 

মূল সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গোল পায়নি কোন দল। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে।

অন্য সব ম্যাচের মতও শুক্রবারও বল দখলে আধিপত্য নিয়ে খেলে স্পেন। কোপেনহেগেনে তারা গোলের দেখাও পেয়ে যায় ৮ মিনিটেই। কোকের কর্নার থেকে জোরালো শট করেন জর্ডি আলবা। সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়ার পায়ে লেগে বল চলে যায় জালে। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। 

এ আত্মঘাতি গোলের মধ্য দিয়ে ইতিহাস গড়লো এবারের ইউরো। যেখানে সব আসর মিলে আত্মঘাতি গোল ছিল ৯ টি এবারের আসরেই সেটা হয়েছে ১০টি। ইউরো ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের গোল সংখ্যাও এতগুলো নয়। 

দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণে ভয়ংকর হয়ে ওঠে সুইজারল্যান্ড। ভালো একজন স্ট্রাইকারের অভাবে বারবার বল পেয়েও জালে শট করতে পারেনি। শেষ পর্যন্ত সুইসদের গোল দেয়াতে এগিয়ে আসে স্পেনের ডিফেন্স।  পাও তোরেস ও লাপোর্তার ভুলে বল পেয়ে যান রেমো ফ্লুয়েলার। বল সামনে বাড়াতে জালে জার্দান শাকিরি। 

গত নয় বছরে শাকিরির করা ১৬ গোলে সুইসরা হারেনি৷ এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি৷ ড্র তেই শেষ হয় ম্যাচ। 

মাঝে ৭৭ মিনিটে ফ্লুয়েলারলে বিতর্কিত লাল কার্ড দেখানোর পর কোনাঠাসা হয়ে পড়ে সুইসরা। কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইয়ান সোমার। একের পর এক বল ঠেকিয়ে গেছেন এই গোলরক্ষক। 

টাইব্রেকারে প্রথম শটটি নেন স্পেন অধিনায়ক সার্জিও বুসকেটস। কিন্তু বাম দিকের বারে লেগে বল ফিরে আসে। পরের শটে গোল করেন মারিও গোভ্রানোভিচ। 

স্পেনের দ্বিতীয় শটে দানি ওলমো বল জালে জড়ালেও তৃতীয় শটে মিস করেন রদ্রি। অন্যদিকে টানা দুই শটে ঠেকিয়ে নায়ক হয়ে যান স্পেনের গোলরক্ষক উনাই সিমন৷ দুটো শটই বাম দিকে ঝাপিয়ে পড়েন অ্যাতলেটিক ক্লাবের গোলরক্ষক। 

স্পেনের চতুর্থ শটে মরেনো বল জালে জড়ানোর পর বারের উপর দিয়ে মারেন সুইজারল্যান্ডের ভারগাস। পঞ্চম শটে ওয়ারজাবাল বল জালে পাঠাতে সেমিতে ওঠার উল্লাসে মাতে লা রোজারা। 

চেলসির মাঠি ওয়েম্বলেতে অনুষ্ঠিত হতে চলা সেমিফাইনালে বেলজিয়াম-ইতালি ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে স্পেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank