সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেইমারহীন ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক

০৯:৩৪, ২৮ জুন ২০২১

আপডেট: ১০:১৪, ২৮ জুন ২০২১

৬১২

নেইমারহীন ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আজ নেইমারসহ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিলে কোচ তিতে। চালিয়েছেন পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু এ পরীক্ষায় পাস করতে পারেননি শিষ্যরা।

কোপা আমেরিকার ব্রি গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এর আগে টানা দশ ম্যাচ জিতে নেইমাররা। ১১ ম্যাচে এসে থামলো সে জয়যাত্রা।

কোচ তিতে তাই এদিন মাঠে নামিয়েছিলেন আগের ম্যাচে না থাকা দশজন খেলোয়াড়কে, কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচ থেকে দিন দলে ছিলে মাত্র একজন, ডিফেন্ডার মারকিনিওস। 

নেইমারকে ছাড়া নামা ব্রাজিলের পায়ে ছিল বলের দখল। তবে গ্রুপের সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করা ইকুয়েডরের বিপক্ষে অবশ্য বিষয়টা অনুমিতই ছিল। তবে প্রতিপক্ষ রক্ষণ পর্যন্ত যেতেই যেন ঘাম ছুটে যাচ্ছিল তিতের শিষ্যদের।

তবে এরপরও বিরতিতে ব্রাজিল গিয়েছিল এগিয়ে থেকেই। তার পুরো কৃতিত্ব যাবে ডিফেন্ডার এডার মিলিতাওয়ের দখলে। 

ম্যাচের ৩৭ মিনিটে তার গোল এগিয়ে দিয়েছিল সেলেসাওদের। সে গোলে এগিয়েই বিরতিতে গিয়েছিল তিতের দল। তবে ফিরে এসেই যেন ভজকট পাকাল ব্রাজিল রক্ষণ। তাতে ফাঁকায় থাকা ইকুয়েডর স্ট্রাইকার আনহেল মেনা ৫৩ মিনিটে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে জালে জড়ান বল। ১০ বছর পর ৫ বারের বিশ্বজয়ীদের জালে অবশেষে গোলের দেখা পায় দলটি।

এরপর একের পর এক গোলের চেষ্টা ব্যর্থ হয়েছে ব্রাজিলের। এক মনে রক্ষণকাজটা করে গেছে সেলেসাওদের প্রতিপক্ষ। তাতে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ইকুয়েডর। আর বিদায়ঘণ্টা বাজে ভেনেজুয়েলার।

এই ড্রয়ের পরেও ব্রাজিল আছে শীর্ষেই। আর কোয়ার্টার নিশ্চিত করা বাকি তিন দল হচ্ছে যথাক্রমে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর। শেষ আটে নেইমারদের প্রতিপক্ষ কারা হবেন, সেটা জানা যাবে আগামীকাল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank