ইউরো: নকআউট পর্বে কে কার মুখোমুখি?
ইউরো: নকআউট পর্বে কে কার মুখোমুখি?
জমজমাট শেষ দিনে ইতি হয়েছে ইউরোর গ্রুপ পর্বের। প্রথম দুই ম্যাচে ড্র করা স্পেন ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্লোভাকিয়া। অন্যদিকে টান টান উত্তেজনার দুই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে জার্মানি-হাঙ্গেরি ও পর্তুগাল-ফ্রান্স।
এর মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে নকআউট পর্বে কে কার মুখোমুখি হচ্ছে। তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে এখানে জায়গা পেয়েছে সুইজারল্যান্ড, ইউক্রেন, চেক রিপাবলিক ও পর্তুগাল। বাদ পড়েছে স্লোভাকিয়া আর ফিনল্যান্ড।
জমজমাট গ্রুপ পর্বের পর এবার নকআউট পর্বের লড়াইও উপভোগ্য হতে চলেছে দর্শকদের কাছে। কারণ এখানে মুখোমুখি হচ্ছে চার ফেভারিট বেলজিয়াম-পর্তুগাল ও ইংল্যান্ড-জার্মানি। এছাড়া সূচি এমনভাবে হয়েছে যে কোয়ার্টার ফাইনালে বড় বড় দলগুলো একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে।
শেষ ১৬'র সময়সূচি: (বাংলাদেশ টাইম)
শনিবার (জুন ২৬)-
ম্যাচ-১: ওয়েলস বনাম ডেনমার্ক (ইয়োহান ক্রুইফ অ্যারেনা, অ্যামাস্টার্ডাম, নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত ১০টা)।
রোববার (২৭ জুন)-
ম্যাচ-২: ইতালি বনাম অস্ট্রিয়া (ওয়েম্বলি, লন্ডন, ইংল্যান্ড, বাংলাদেশ সময় রাত ১টা)।
ম্যাচ-৩: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র, (ন্যাশনাল অ্যারেনা, বুদাপেস্ট, রোমেনিয়া; বাংলাদেশ সময় রাত ১০টা)।
সোমবার (২৮ জুন)-
ম্যাচ-৪: বেলজিয়াম বনাম পর্তুগাল, (এস্তাদ লা কারতুজা, সেভিয়া, স্পেন; বাংলাদেশ সময় রাত ১টা।)
ম্যাচ-৫: ক্রোয়েশিয়া বনাম স্পেন, (পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন, ডেনমার্ক; বাংলাদেশ সময় রাত ১০টা)।
মঙ্গলবার (২৯ জুন)-
ম্যাচ-৬: ফ্রান্স বনাম সুইজারলান্ড (বুচারেস্ট, রোমেনিয়া; বাংলাদেশ সময় রাত ১টা)।
ম্যাচ-৭: ইংল্যান্ড বনাম জার্মানি (ওয়েম্বলি, লন্ডন, ইংল্যান্ড; বাংলাদেশ সময় রাত ১০টা)।
বুধবার (৩০ জুন)-
ম্যাচ-৮: সুইডেন বনাম ইউক্রেন (হ্যাম্পডেন পার্ক, গ্ল্যাসগো, স্কটল্যান্ড; বাংলাদেশ সময় রাত ১টা)।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান