সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্সেলোনায় একসঙ্গে খেলবেন মেসি-রোনালদো!

স্পোর্টস ডেস্ক

১২:৪৯, ২২ জুন ২০২১

আপডেট: ১২:৫৫, ২২ জুন ২০২১

৫২৫

বার্সেলোনায় একসঙ্গে খেলবেন মেসি-রোনালদো!

যে স্বপ্ন কোটি কোটি ফুটবল ভক্ত দেখেন সেটাই নাকি প্রাথমিক পরিকল্পনায় রেখেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। ডায়ারিও এএস এর প্রতিবেদন মতে, মেসিকে ধরে রাখার পাশাপাশি জুভেন্টাস থেকে রোনালদোকে কিনতে চাইছে বার্সা!

প্রতিবেদন মতে, লাপোর্তার কাছের লোকজনের সমর্থনও পেয়েছে এই বুদ্ধি। তবে এটা যে অনেক বড় পদক্ষেপ হতে পারে সে বিষয়টি নিয়েও ভাবছেন সবাই। তবে কোনভাবে যদি বিষয়টি সত্যি হয় তবে সেটা হবে ফুটবল ইতিহাসে অন্যতম এক গল্প। 

ধারণা করা হচ্ছে বার্সেলোনার আর্থিক দুর্দশাই এমন বুদ্ধির জন্ম দিয়েছে। আর্থিক সংকটে পড়ে ফ্রি এজেন্ট এরিক গার্সিয়া, সার্জিও আগুয়েরো ও মেমফিস ডিপেকে দলে নিয়েছে কাতালানরা। এখন কম টাকায় ভালো স্ট্রাইকার দরকার দলটির। তাই রোনালদোকে নিয়ে ভাবনা হচ্ছে। কারণ জুভেন্টাস পর্তুগিজ তারকাকে কম দামে ছাড়বে। এছাড়া রোনালদোর মতো তারকা দলে নিলে জার্সি বিক্রি করেই অনেক টাকা কামাতে পারে ক্লাব।

তুরিনের ক্লাবটির সঙ্গে চুক্তির একবছর বাকি আছে রোনালদোর। আর যে চ্যাম্পিয়ন্স লীগ জেতার লক্ষ্য নিয়ে এসেছিলেন সেটা তো হয়নি উল্টো লিগ হেরে বসেছে জুভেন্টাস। তাই বেশি বেতনের এই ফুটবলারকে বিক্রি করে দিতেই ইচ্ছুক ইতালিয়ান জায়ান্টরা। 

এদিকে রোনালদো ও মেসিকে একসঙ্গে খেলাতে বেতনের দিকটিও বিবেচনায় নিচ্ছে বার্সেলোনা। তাই নগদ টাকায় রোনালদোকে না কিনে আতুয়ো গ্রিজম্যান, সার্জিও রবার্তো ও ফিলিপ কৌতিনহোর মধ্যে যে কোন দুজনকে জুভেন্টাসকে দেবে কাতালানরা। 

প্রতিবেদন মতে যদিও পরিকল্পনাটি একদমই  প্রাথমিক পর্যায়ে আছে, তবে এখনই সেটি মুখরোচক খবরে পরিণত হয়েছে ফুটবল অঙ্গনে। দুজনের একই ড্রেসিংরুম শেয়ার করার কল্পনায় পুলকিতও হচ্ছেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank