সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০ বছর পর কৈশোরের ক্লাবে ফিরছেন ‘তরুণ’ বুফন

স্পোর্টস ডেস্ক

১৬:৫২, ১৭ জুন ২০২১

আপডেট: ১৬:৫৬, ১৭ জুন ২০২১

৪৬৬

২০ বছর পর কৈশোরের ক্লাবে ফিরছেন ‘তরুণ’ বুফন

৪৩ বছর বয়সেও সমানতালে পেশাদার ফুটবল খেলে যাচ্ছেন জিয়ানলুইজি বুফন। তাও আবার জুভেন্টাস, প্যারিস সেইন্ট জার্মেই এর মতো ক্লাবে। তাকে নিশ্চয়ই বুড়ো না বলে তরুণই বলতে হবে। 

চলতি বছরে জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হয় বুফনের। তারপরও পেশাদার ফুটবল না ছেড়ে নিজের কৈশোরের ক্লাব পার্মায় ফিরে গেলেন ইতালির হয়ে বিশ্বকাপ জেতা এই গোলরক্ষক। 

২০২১ সালে যখন পার্মা থেকে জুভেন্টাসের আসেন বুফন তখন তাকে কেনা হয় রেকর্ড দামে। ৫২ মিলিয়ন ইউরোর পাশপাশি পার্মাকে দেয়া হয় লিলিয়ান থুরামকে। 

গত ২০ বছরে ১৯ বছর খেলেছেন জুভেন্টাসের হয়ে। আর একবছর লোনে কাটিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই তে। 

১৯৯১ সালে পার্মায় যোগ দেন জিয়ানলুইজি বুফন আর সিনিয়র ক্যারিয়ার শুরু হয় ১৭ বছর বয়সে ১৯৯৫ সালে। ছয় বছর সেখানে কাটানোর সময় জেতেন একটি করে উয়েফা কাপ ও কোপা ইতালিয়া। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank