২৮ বছরের ট্রফি খরা কাটাতে মাঠে নামছে আর্জেন্টিনা
২৮ বছরের ট্রফি খরা কাটাতে মাঠে নামছে আর্জেন্টিনা
লিওনেল মেসি |
২৮ বছরের ট্রফি খরা কাটাতে আর কিছুক্ষণ পর মাঠে নামছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচে তারা মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার আরেক শক্তিশালী দল চিলির। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভালো ফর্মে নেই আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ২৮ বছরের শিরোপা খড়া কাটানোর মিশনে নামার আগে বিশ্বকাপ বাছাইপর্বের টানা দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে আলবিসেলেস্তারা। আর শুরুতেই শক্তিশালী চিলির মুখোমুখি হচ্ছে তারা।
কোপা আমেরিকার একশ বছর পুর্তী উপলক্ষে ২০১৬'তে আয়োজিত বিশেষ আসরের ফাইনালে চিলির কাছে হেরেই আর্জেন্টিনার ট্রফি জয়ের স্বপ্নের মৃত্যু ঘটে। আকাশি-সাদাদের সামনে এবারের আসরের প্রথম ম্যাচেই তাই থাকছে মধুর প্রতিশোধ নেয়ার সুযোগ।
অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচে চিলির জয় মাত্র একটি। ১০ দলের মধ্যে তাদের অবস্থান টেবিলের ৭ নাম্বারে। তবে কোপার ঠিক আগে আর্জেন্টিনার মাঠ থেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এক পয়েন্ট নিয়ে ফেরা চিলিকে আত্মবিশ্বাস যোগাবে।
কোপা আমেরিকার ট্রফি জয়ের হিসেবে আর্জেন্টিনার ধারেকাছেও নেই চিলি। তবে সাম্প্রতিক সময়ে চিলি-আর্জেন্টিনা দ্বৈরথ বিভিন্ন উত্তেজনার জন্ম দেয়। কোপায় দুই দলের শেষ দেখায় চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সাথে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওনেল মেসি।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান