সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পৃথক মাঠে দুর্ঘটনায় এরিকসন-ডু প্লেসি, দুজনই স্থিতিশীল 

স্পোর্টস ডেস্ক

০৯:৪৯, ১৩ জুন ২০২১

৪১৯

পৃথক মাঠে দুর্ঘটনায় এরিকসন-ডু প্লেসি, দুজনই স্থিতিশীল 

ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচে তখন ৫৩ মিনিট চলছে। কিন্তু প্রথমার্ধের বাঁশি বাজাননি রেফারি। কারণ মাঠে অজ্ঞান হয়ে পড়ে আছেন ক্রিস্টিয়ান এরিকসন। 

৪৩ মিনিটে হঠাৎ তার শুয়ে পড়ার পর বিশ্বজুড়ে তখন থমথমে পরিবেশ৷ কান্নায় ভেঙে পড়েন ডেনমার্ক ফুটবলাররা। তাকে ঘেরাও দিয়ে তখন অশ্রু মুছতে ব্যস্ত সবাই। 

কিছুক্ষণ মধ্যে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো ইন্টার মিলান মিডফিল্ডারকে। তখনই হাত উঁচিয়ে সবার মনে স্বস্তি দেন এরিকসন৷ খানিকপর শুনা যায় স্থিতিশীল অবস্থা তার। শুরু হয় খেলাও। 

ম্যাচে ডেনমার্ক হেরেছে। ভুল করেছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক স্মাইখেল। তবে সবকিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে এরিকসনের সুস্থতা। 

একই দিনে আবার ক্রিকেটেও দেখা গেছে এমন মুহুর্ত। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আর পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে বাউন্ডারিতে ডাইভ দিতে গিয়ে মোহাম্মদ হাসনাইনের হাঁটুর সঙ্গে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফাফ ডু প্লেসি। দ্রুত দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারকে নেয়া হয়েছে হাসপাতালে।

পেশোয়ার জালমির ইনিংসের সপ্তম ওভারে ঘটে এই দুর্ঘটনা। লংঅনে বল ঠেকাতে গিয়ে ডানদিকে ডাইভ দিয়ে হাসনাইনের ডান হাঁটুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে কোয়েটার এই বিদেশি ক্রিকেটারের।

ওই সময়ে ব্যাটিং করছিলেন ডু প্লেসিরই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সতীর্থ ডেভিড মিলার। তার গুরুতর আঘাত দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন মিলারও। ব্যাটিং রেখে চলে যান বাউন্ডারিতে।

আঘাতপ্রাপ্ত ডু প্লেসিকে সঙ্গে সঙ্গেই আবুধাবির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank