দুই বছরের চুক্তিতে বার্সায় যাচ্ছেন আগুয়েরো
দুই বছরের চুক্তিতে বার্সায় যাচ্ছেন আগুয়েরো
ট্রান্সফার মার্কেটের ‘গুরু’ ফ্যাব্রিজিও রোমানো এমন তিন শব্দ তার টুইটারে রাখলেন যা অনেকদিন ধরে বার্সেলোনা ভক্তরা শুনতে চাচ্ছিলেন। ‘হেয়ার উই গো’ শব্দের মাধ্যমে এই ইতালিয়ান সাংবাদিক নিশ্চিত করেন আগামী দুই মৌসুম কাতালান শিবিরে দেখা যাবে সার্জিও কুন আগুয়েরোকে। অর্থাৎ সবকিছু ঠিক, কেবল চুক্তি সাক্ষরের অপেক্ষা।
চুক্তি সাক্ষরিত হলে ২০২৩ পর্যন্ত বার্সার জার্সিতে দেখা যাবে এই আর্জেন্টাইনকে। চুক্তি অনুযায়ী এই দুই বছরে বার্সা চ্যাম্পিয়ন্স লীগ জিতলে আলাদা বোনাস দেয়া হবে ৩৩ বছর বয়সী তারকাকে।
এর আগের প্রতিবেদনেও এমন ধারণা দেয়া হয়। মুন্ডো দিপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়, ৩০ মে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের পরদিনই বার্সায় স্বাস্থ্য পরীক্ষা করাতে যাবেন আগুয়েরো। তারপর যোগ দেবেন আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে।
২০১০ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে আসেন আগুয়েরো। তারপর থেকে সিটির হয়ে জিতেছেন পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ, ছয়টি ক্যারাবাও কাপ ও দুই এফএ কাপ। এসময় ২৫৭ বার বল জালে জড়ান তিনি।
এতসব সাফল্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাবের লিজেন্ড হিসেবে। ভবিষ্যতে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তার মূর্তি বসানো হব্ বলেও জানানো হয়্ তবে এতসবের পাশাপাশি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের অপেক্ষায় আছেন আগুয়েরো্। ২০১৪ সালে ঘোষণা দিয়ে জানান, ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লীগ না জিতিয়ে তিনি ক্লাব ছাড়বেন না। ৩০ মে সেই ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন আগুয়েরো।
নিজের টু্ইটারে বার্সা ভক্তদের জন্য আরও একটি সুখবর জানান ফ্যাব্রিজিও রোমানো। সেখানে তিনি লেখেন, ম্যামফিস ডিপেকে দলে ভেড়ানোর খুব কাছে আছে বার্সেলোনা। নিজের আইনজীবীকে নাকি বার্সায় আসার কথা জানিয়েছে দিয়েছেন এই স্ট্রাইকার।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান