সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তারকা ঠাসা দল নিয়ে ইউরো খেলবে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

১১:৫৮, ২১ মে ২০২১

আপডেট: ০১:০৯, ২২ মে ২০২১

৫২৮

তারকা ঠাসা দল নিয়ে ইউরো খেলবে পর্তুগাল

আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপ (ইউরো) খেলতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। যেখানে জায়গা পেয়েছেন বর্তমান ফুটবলের একঝাঁক তারকা।  

২০১৬ সালে ইউরোতে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এবার সে সাফল্যই ধরে রাখতে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। 

তবে সে লড়াইয়ে প্রবল প্রতিপক্ষের সামনেই পড়তে যাচ্ছে দলটি। কারণ গ্রুপ পর্বেই দেখা হবে বিশ্বকাপজয়ী দল ফ্রান্সের সাথে। একই গ্রুপে আছে জার্মানি ও হাঙ্গেরি। 

পর্তুগাল যে দল সাজিয়েছে তাতে অবশ্য উল্টো ভয় পাবে ফ্রান্স জার্মানি। পর্তুগালের গোলমুখ, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগতে তারকায় ঠাসা । 

প্রধান গোলকিপার হিসেবে দলটিতে আছে অলিম্পিক লিও’র অ্যান্ততি লোপেজ। রক্ষণে আছে ম্যানচেস্টার সিটির চলতি মৌসুমে সাফল্যের দুই কান্ডারি জাও সেনসেলো ও রুবেন ডায়াজ। এছাড়া আছে পোর্তোর পেপে ও বরুসিয়া ডর্টমুন্ডের রাফায়েল গারেইরা। 

মাঝমাঠের দখলে থাকবে পিএসজির দানিয়েল পেরেইরা, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নানদেস, পোর্তোর সার্জিও অলিভিয়েরা। আর আক্রমণে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যানসিটির বার্নান্দো সিলভা, অ্যাতলেটিকোর জাও ফেলিক্স ও লিভারপুলের ডিয়েগো জোতার মতো তারকারা। 


পর্তুগালের ইউরো স্কোয়াড

গোলরক্ষক 

অ্যান্তনিও লোপেজ (অলিম্পিক লিও), রুই পেত্রিসিও (উলভারহ্যাম্পটন) ও রুই সিলভা (গ্রানডা)

রক্ষণভাগ

জাও সেনেসেলো (ম্যানচেস্টার সিটি), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন), জোসে ফন্তে (এলওএসসি লিলে), পেপে (পোর্তো) রুবে ডায়াজ (ম্যানচেস্টার সিটি), নুনো মেনডেস (স্পোর্টিং সিপি), রাফায়েল গারেইরা (বরুসিয়া ডর্টমুন্ড)

মাঝমাঠ

দানিলো পেরেইরা (পিএসজি), জাও পালহিনহো (স্পোর্টিং সিপি), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জাও মওটিনহো (উলভারহ্যাম্পটন), রেনাতো সানচেজ (এলওএসসি লিলে), সার্জিও অলিভিয়েরা (পোর্তো), উইলিয়াম কারভালহো (রিয়াল বেটিস)। 

ফরোয়ার্ড

পেদ্রো গঞ্জালেস (স্পোর্টিং সিপি), আন্দ্রে সিলভা (ফ্রাঙ্কফুর্ট), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), ডিয়েগো জোতা (লিভারপুল) গন্সালো গোয়েদেস (ভ্যালেন্সিয়া), জাও ফেলিক্স (অ্যাতলেটিকো মাদ্রিদ) এবং রাফা সিলভা (বেনফিকা)। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank