সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্সাকে শিরোপার লড়াইয়ে আনছে রিয়াল-অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক

১৫:৫৪, ২৬ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:১০, ২৬ এপ্রিল ২০২১

৫৯০

বার্সাকে শিরোপার লড়াইয়ে আনছে রিয়াল-অ্যাতলেটিকো

স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকা দেখে শাহরুখ খানের ওম শান্তি ওম ছবির বিখ্যাত ডায়লগ মনে পড়ে যাওয়ার কথা অনেকের। যেখানে কিং খান বলেন, কোন কিছুকে মন থেকে চাইলে পুরো পৃথিবী তোমায় সেটা দিতে চেষ্টা করবে।

কয়েক মৌসুম ধরেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাজেভাবে বাদ পড়ছে বার্সেলোনা। এই শতকে অনেকটাই নিজেদের করে নেয়া লা লিগা শিরোপাও গতবছর হয়েছে হাতছাড়া। এবছর কোপা দেল রে জিতলেও কাতালানদের কাছে লিগ শিরোপা পুনরুদ্ধারই তাই মূল লক্ষ্য। 

বার্সার মনের বাসনা শুনেই কিনা পয়েন্ট হারিয়ে চলেছে লিগ টেবিলে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ। লিগের শেষ তিন ম্যাচে কাদিসের বিপক্ষে জিতলেও ড্র করেছে গেটাফে ও রিয়াল বেটিসের বিপক্ষে। দুই ম্যাচে চার পয়েন্ট হারিয়ে এক ম্যাচ বেশি খেলেও লস ব্লাঙ্কোসদের পয়েন্ট কাতালানদের সমান ৭১। 

আর শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৩। সিমিওনের শিষ্যরাও ম্যাচ খেলেছে একটি বেশি। লিগের পরের ম্যাচ জিতলেই তাই পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করা সম্ভব রোনাল্ড কোম্যানের শিষ্যদের।  

অথচ এল ক্লাসিকো হারার পর এমন পরিস্থিতি হয়তো চিন্তাও করতে পারেননি বার্সা কোচ। হয়তো আট ম্যাচ হাতে আছে, দুই দলই পয়েন্ট হারাবে এমন বিশ্বাস খোদ বার্সা সমর্থকদেরও হয়তো ছিল না। কিন্ত তাদের শিরোপা স্বপ্ন দেখাতে শুরু করেছে অ্যাতলেটিকো মাদ্রিদের সর্বশেষ ম্যাচ। 

বাংলাদেশের সময় সোমবার (২৬ এপ্রিল) যে ম্যাচে অ্যাতলেটিক বিলবাও এর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে সিমিওনের শিষ্যরা। প্রথম আট মিনিটেই আলেজান্দ্রো রেমিরোর গোলে এগিয়ে যায় স্বাগতিক বিলবাও। ৭৭ মিনিটে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান স্টেফান সাভিচ। কিন্তু তার ৭ মিনিট পরেই সফরকারীদের হতাশায় ফেলে ইনিগো মার্টিনেজের গোল। 

তার আগের রাতে নিজেদের কাজটুকু ঠিকঠাকভাবে সেরে রেখেছিলেন মেসিরা। যদিও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি কাতালানরা, তবে শুরুতে গোল হজমের পরও গ্রিজম্যানের জোড়া গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।  

রিয়াল মাদ্রিদের জোড়া ড্র ও অ্যাতলেটিকোর হারের পয়েন্ট তালিকার লড়াই জমে উঠলেও শিরোপা নির্ধারনী ম্যাচটি হতে পারে মে মাসের ৮ এপ্রিল। যেদিন ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা!

 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank