মরিনহোর জায়গায় ২৯ বছর বয়সী কোচ নিলো টটেনহাম
মরিনহোর জায়গায় ২৯ বছর বয়সী কোচ নিলো টটেনহাম
২০২০-২১ মৌসুমের বাকি ম্যাচগুলো জন্য বরখাস্ত হওয়া হোসে মরিনহোর জায়গায় ২৯ বছর বয়সী রায়ান ম্যাসনকে দায়িত্ব দিয়েছে টটেনহাম হটস্পার। মঙ্গলবার (২০ এপ্রিল) টটেনহামের টুইটার থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চলতি মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে সোমবার (১৯ এপ্রিল) হোসে মরিনহোকে বরখাস্ত করে স্পার্সরা। মারিও পচেত্তিনোকে সরানোর পর ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব দেয়া হয় এই পর্তুগিজ কোচকে।
ক্লাবের বিবৃতিতে জানোনো হয়, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যাসনের সাথে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস পাওয়েল ও নাইজেল গিবস। গোলরক্ষকদের কোচ হিসেবে থাকবে মাইকেল ভর্ম।
বিবৃতিতে টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভিকে উদ্ধৃত করে বলা হয়, ভালোভাবে মৌসুম শেষ করতে দল প্রতিশ্রুতিবদ্ধ। লেভি জানান, দলের ফুটবলারদের উপর আমাদের আস্থা আছে। সামনে কাপ ফাইনাল ও প্রিমিয়ার লিগের আরও ছয়টি ম্যাচ আছে। আশা করছি ভালো অবস্থানে থেকে আমরা মৌসুম শেষ করবো।
টটেনহাম হটস্পারের যুবদলের থেকে ২০০৮ সালে প্রথম দলে আসেন ম্যাসন। পরে কয়েকটি ক্লাবে ধারে খেলার পর ২০১৪ সালে টটেনহামের হয়েই তার প্রিমিয়ার লিগ অভিষেক হয়। পরের বছর মার্চেই ইংল্যান্ড জাতীয় দলে তার অভিষেক হয়।
২০১৬ সালে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি’তে ম্যাসনকে দলে নেয় হাল সিটি। ২০১৭ সালে চেলসির বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পান এই মিডফিল্ডার। পরে চিকিৎসকের পরামর্শে ২০১৮ সালে ফুটবল থেকে অবসর নেন ম্যাসন।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান