আমি এমবাপের গতি ধার নিতে চাই: নেইমার
আমি এমবাপের গতি ধার নিতে চাই: নেইমার
নেইমার-এমবাপে জুটিতে দুর্দান্তভাবে এগিয়ে চলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুজন মিলে দলকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে। বায়ার্নের বিপক্ষে সে ম্যাচের পর নিজের সতীর্থ এমবাপেকে প্রশংসায় ভাসিয়েছেন ২৯ বছর বয়সি নেইমার।
ফ্রেঞ্চ ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপের ব্যাক্ত্বি, তার খেলা, মেসির সাথে মিল-অমিল সবকিছু নিয়েই কথা বলেন। অপরাজেয় বাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো সে সাক্ষাৎকারের কিছু অংশ।
আপনি কি জানেন এমবাপে যখন ছোট তখন আপনার ছবি নিজের রুখে রাখতো?
নেইমার: একদমই না। এমবাপে কখনই আমায় এ কথা জানায়নি। এটা কি আসলেই সত্য?
পিএসজিতে প্রথম দিকটায় এমবাপের সাথে কোন সময়গুলো মনে পড়ে?
নেইমার: প্রথমত তার আচরণ আমার হৃদয় ছুঁয়ে যায়। সে সবসময় হাসি-খুশি থাকে, খুবই আন্তরিক। এ কারণেই প্রথম থেকে আমাদের সম্পর্ক অন্যরকম। তারপর ট্রেনিংয়ে আমি তার গতি, ড্রিবলিং, ডিফেন্ডারদের বোকা বানানো দেখলাম। তারপর নিজেকেই বলি, এ তো সোনার ছেলে।
এমবাপের গতিই কি সবকিছু?
নেইমার: শুধুমাত্র গতি হলেই সব হয় না। সেটা সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনার সমান স্কিল ও বুদ্ধিমত্তা লাগবে। আর সেটা এমবাপের আছে।
এমবাপে আমাদের কাছে ব্যাখ্যা করেছে আপনি তাকে ড্রেসিং রুমে কীভাবে সহায়তা করেছেন। এখন জানতে চাই এমবাপে আপনাকে কীভাবে সাহায্য করেছে।
নেইমার: সে আমাকে ফ্রেঞ্চ হতে শিখিয়েছে। সে আমায় েএখানকার মানুষের মন মানসিকতা শিখিয়েছে। আর এখানে ভালো থাকার অন্যতম কারণ তার থেকে পাওয়া শিক্ষা।
এমবাপে জানিয়েছে সে আপনার কাছ থেকে দুই ফুটবলারের মাঝখানে বল নিয়ে যাওয়া শিখতে চায়। আপনি যদি পারতেন তাহলে এমবাপের কোন জিনিসটা ধার নিতেন?
নেইমার: তার গতি
আপনি মেসির সাথে খেলেছেন এবং এমবাপের সাথে খেলছেন। দুজনের মধ্যে পার্থক্য কি?
নেইমার: আপনি এখানে কোন তুলনা করতে পারবেন না। তাদের দুজনের খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমার দেখা সেরা ফুটবলার মেসি। আর এমবাপে সেরা হওয়ার প্রক্রিয়ায় আছে।
এটা কি সত্যি যে আপনারা দেশের হয়ে পরবর্তী অলিম্পিকে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন?
নেইমার: অলিম্পিকের আগে আমাদের লিগ ওয়ান, চ্যাম্পিয়ন্স লীগ ও কোপা ডি ফ্রান্স আছে। এ নিয়ে আমি পরে কথা বলবো।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান